ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় ঈদে নতুন মাত্রা সেতু ও ড্যাম নির্মাণ

প্রকাশিত: ০৭:৩৪, ১৬ জুলাই ২০১৫

নওগাঁয় ঈদে নতুন মাত্রা সেতু ও ড্যাম নির্মাণ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ নওগাঁ জেলার সর্বাধিক অবহেলিত এবং অনুন্নত এলাকা খ্যাত আত্রাই ও রানীনগর উপজেলা এলাকায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং খাদ্য উৎপাদনে জমিতে সেচ সুবিধা দেয়ার জন্য ক্ষুদ্র ও মাঝারি নদীতে রবার ড্যাম নির্মাণসহ ব্যাপক উন্নয়ন সাধনকরা হয়েছে। আত্রাইয়ের প্রত্যন্ত এলাকা বান্দাইখাড়ায় আত্রাই নদীর ওপর ব্রিজ নির্মাণ হওয়ায় ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে এবার ঈদের আনন্দে এক নতুন মাত্রা সংযুক্ত হয়েছে। ব্রিজটির ওপারে আত্রাই এবং এপারে রানীনগর এবং মান্দার পূর্বাংশের লাখো মানুষের দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে দিয়েছে। ব্রিজ সংশ্লিষ্ট ওই তিন উপজেলার অন্তত লক্ষাধিক মানুষ এবার ঈদের আনন্দকে নবনির্মিত এই ব্রিজ কেন্দ্রিক করে তুলতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। বর্তমান উন্নয়ন বান্ধব আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের অংশ হিসেবে এবং স্থানীয় এমপি ইসরাফিল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় এমন দুর্গম ও অবহেলিত এলাকায় যেন অসাধ্য সাধন হয়েছে। ঠিক এমন কথাই স্থানীয় লোকজনের এখন মুখে মুখে ফিরছে। অনুসন্ধানে জানা গেছে, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়ায় আত্রাই নদীর ওপর সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, মোঃ ইসরাফিল আলম এমপি। সেতুটির নামকরণ করেন, ‘বান্দাইখাড়া ডেপুটি স্পীকার বয়তুল্লাহ সেতু’। ইতোমধ্যেই ব্রিজটির ফিতা কেটে উদ্বোধনের অপেক্ষায়। ৯ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৯৩৫ টাকা ব্যয়ে ১৭৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে বলে এলজিইডি সূত্র নিশ্চিত করেছে। ব্রিজটি নির্মাণের ফলে এলাকার কয়েক লাখ মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় রানীনগর উপজেলাধীন ত্রিমোহনী জিসি-গোনাহাট-বেতগাড়ী জিসি সড়কে ১১৬৬০ মিটার চেইনেজে ছোট যমুনা নদীর ওপর ৪ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ৭৫৭ টাকা ব্যয়ে ১১৫ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে বলে সূত্র জানিয়েছে। ইতোমধ্যেই কাজটির গড় অগ্রগতি শতকরা ৩৫ ভাগ। অপরদিকে চলছে আত্রাইয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ির সামনে নাগর নদের ওপর ব্রিজ নির্মাণ। এই কাজটিও চলমান রয়েছে। এলজিইডি সূত্র জানায়, আত্রাই উপজেলায় ৪ হাজার ৮৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৫৮ দশমিক ২৯ কি.মিটার সড়ক উন্নয়ন এবং ১হাজার ১শ’ ৮৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ২৫২ দশমিক ৪৬ মি. ব্রিজ/কালভার্ট নির্মাণ করা হয়েছে। অপরদিকে রানীনগর উপজেলায় ৩ হাজার ৩শ’ ১৯ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৮১ দশমিক ৬৫ কি.মি.সড়ক উন্নয়ন এবং ২ হাজার ১শ’ ৭৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৪৬৫ দশমিক ৮৬ মি. ব্রিজ/কালভার্ট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় আত্রাই উপজেলাধীন আত্রাই নদীর ওপর প্রায় ১২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ১৩৫ মিটার রবার ড্যাম নির্মাণ কাজ চলমান রয়েছে। যার গড় অগ্রগতি শতকরা ৮৫ ভাগ বলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম বাদশা মিয়া নিশ্চিত করেছেন।
×