ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে ঝিনুকের এ্যালবাম ‘মেঘলা মনে’

প্রকাশিত: ০৭:২৭, ১৬ জুলাই ২০১৫

ঈদে ঝিনুকের এ্যালবাম ‘মেঘলা মনে’

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ের শিল্পীদের মধ্যে যে কয়জন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে মেজবাহ ঝিনুক অন্যতম। সাম্প্রতিক সময়ে তিনি স্টেজ পারফম্যান্স নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদ উপলক্ষে অন্নিবীণার ব্যনারে বাজারে এসেছে ঝিনুকের প্রথম সলো এ্যালবাম ‘মেঘলা মনে’। এ এ্যালবামে মোট নয়টি গান রয়েছে। এ্যালবামের গান লিখেছেন সুমন কল্যাণ, জীবক বড়ুয়া, কায়সার আহমেদ কাজল, এ মিজান ও ঝিনুক। সবগুলো গানের সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। তবে দু’টি গানের সুর করেছেন ঝিনুক নিজে। এ্যালবামের ঊল্লেখযোগ্য গানগুলো হলো ‘মেঘলা মনে’, ‘ঊদাসী’, ‘তোকে নিয়ে’, ‘মাওলানা’ প্রভৃতি। এছাড়া কয়েকটি মিক্সড এ্যালবাম ও কিছু চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ঝিনুক। ঝিনুক তার প্রথম সলো এ্যালবাম প্রসঙ্গে বলেন, গানগুলো অনেক যতœসহকারে করা হয়েছে। আশা করছি এ্যালবামের গান গুলো সবার ভাল লাগবে। এছাড়া তার অনেক মিশ্র এ্যালবাম বাজারে আছে। টেলিভিশনে গানের লাইভ অনুষ্ঠানে তার উপস্থিতি চোখে পরার মতো। তিনি নিখুঁত বাংলা গান করতে চান। বাংলা গান যেন সবার মাঝে শুদ্ধতা বাতাস ছড়ায় তিনি এটাই চান। তার গায়কীতে ভাল কিছু শ্রোতাদের উপহার দিতে চান। তার ছোট বেলা থেকেই ছিল গানের প্রতি অপার ভাল লাগা। তিনি খুব ছোটবেলা থেকেই তার সব ধরনের গান শোনার প্রতি বিশেষ ভাল লাগা কাজ করত। গান নিয়ে ঝিনুক তার স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, শ্রোতাদের কথা মাথায় রেখে ভাল গান করতে চাই। বাংলাদেশের গান যেন দেশের বাইরে ও অনেক জনপ্রিয় হয় আমি সে লক্ষ্যে কাজ করতে চাই। সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই।
×