ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে ফিরে উচ্ছ্বসিত সানিয়া

প্রকাশিত: ০৭:১৪, ১৬ জুলাই ২০১৫

দেশে ফিরে উচ্ছ্বসিত সানিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো উইম্বল্ডনের দ্বৈতে শিরোপা জিতলেন সানিয়া মির্জা। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসে শিরোপা জেতেন এশিয়ার এই গ্ল্যামারগার্ল। চ্যাম্পিয়ন হওয়ার পর মঙ্গলবার দেশে ফিরেন তিনি। দেশের মাটিতে পা দিয়েই পরিবার আর সমর্থকদের ভালবাসায় সিক্ত হন ভারতীয় টেনিসের এই সেনসেশন। উইম্বল্ডনে নারীদের দ্বৈত ইভেন্টে মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে একাটেরিনা মাকারোভা ও এলিনা ভেসনিনা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করেন তিনি। উম্বল্ডনের শিরোপা জয়ের পাশাপাশি জিতে নিয়েছেন ডাবলসের ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডসøাম। অল ইংল্যান্ড ক্লাবে অসামান্য কীর্তি গড়ে দেশে ফিরেই উষ্ণ সংবর্ধনা পেলেন সানিয়া। ঘরের মেয়ের বিজয়ের এই আনন্দ ভাগাভাগি করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সানিয়ার মা ও বাবা। এছাড়া, অসংখ্য ভক্ত সমর্থকও অপেক্ষা করেন এই টেনিস তারকাকে এক নজর দেখার জন্য। উইম্বল্ডনের মিশন শেষে দেশে ফিরে এমন সংবর্ধনা পেয়ে দারুণ উচ্ছ্বসিত সানিয়া। সেইসঙ্গে পাক ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী প্রতিশ্রুতিও দিলেন, সামনের দিনগুলোতে জয়ের এই ধারাবাহিকতা ধরে রেখে আরও এগিয়ে যাওয়ার। এ বিষয়ে সানিয়া মির্জা বলেন, ‘উইম্বল্ডনের এই শিরোপা জয় শুধু আমার একার নয়, আমার পরিবারেরও স্বপ্ন ছিল। পরিবারের জন্য, নিজের দেশের জন্য, শহরের জন্য এই দুর্লভ সম্মান বয়ে আনতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত। সবার সঙ্গে এই আনন্দ ভাগ করতে পেরে আরও ভাল লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই শিরোপা ভক্তদের উৎসর্গ করলাম আমি।’ সুইজারল্যান্ডের টেনিস তারকা মার্টিনা হিঙ্গিসও দ্বৈতে চ্যাম্পিয়ন হতে পেরে রোমাঞ্চিত। হিঙ্গিসের উচ্ছ্বাসটা সানিয়ার চেয়েও বেশি। কেননা উইম্বল্ডনে তিনি মিশ্র দ্বৈতেও শিরোপা-উচ্ছ্বাস করেছেন। যেখানে তার সঙ্গী ছিলেন সানিয়া মির্জারই স্বদেশী লিয়েন্ডার পেজ। ভারতীয় সেনসেশন সানিয়ার সঙ্গে জুটি বাঁধার পর থেকেই উড়ছেন হিঙ্গিস। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বল্ডনের কোর্টে নামার আগেই তিনটি ডব্লিউটিএ শিরোপা জেতেন তিনি। অল ইংল্যান্ড ক্লাবে দুই শিরোপা জেতায় তার আত্মবিশ্বাস বহুগুণেই বেড়ে গেছে বলে মনে করছেন মার্টিনা হিঙ্গিস।
×