ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:২০, ১৬ জুলাই ২০১৫

বজ্রপাতে হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে হবিগঞ্জে ৪ চাল ব্যবসায়ীর মৃত্যু এবং দুইজন আহত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুরে মারা গেছে এক বালক। খবর নিজস্ব সংবাদদাতার। হবিগঞ্জের ভাটি উপজেলা আজমিরীগঞ্জের বিরাট-কুশিয়ারা ফেরিঘাটে বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক। নিহতরা হলেন, প্রসিনজিৎ (৩৮), মনুজিত লাল (৩৮), প্রীতিশ পাল (৪০) ও মুছা মিয়া (৪০)। এরা সকলেই ধান-চাল ব্যবসায়ী। এ সময় আরও দু’জন মারাত্মকভাবে আহত হন। তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, ওই সময় বিরাট নদী দিয়ে নৌকাযোগে এসব ব্যবসায়ী যাওয়ার সময় বজ্রপাতে নিহত হন। এদিকে লক্ষ্মীপুর জেলার কমলনগরে বজ্রপাতে কামরুল হোসেন (১৫) নামে এক কৃষক বালক নিহত হয়েছে। নিহত বালকের পিতার নাম মোঃ আজাদ। কমলনগর উপজেলার কালকিনি গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে মা বালকটিকে মাঠ থেকে গরু নিয়ে আসার জন্য বলে। মায়ের পরামর্শে গরু আনতে গিয়ে ঘটনাস্থলেই সে বজ্রপাতে নিহত হয়। স্থানীয় ফাঁড়ির পুলিশ ইনচার্জ মোঃ ফরিদ খবরটি নিশ্চিত করেছেন।
×