ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও নাগরিকতা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩০, ১৫ জুলাই ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৪। ধনীতন্ত্রের স্বাভাবিক রূপ কোনটি? ক) পলিটি খ) রাজতন্ত্র গ) একনায়কতন্ত্র ঘ) অভিজাততন্ত্র ১৫। অনেক রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রকে অযোগ্যের শাসন বলেছেন কেন? ক) জনগণ শিক্ষিত খ) জনগণ ঠিকমত ভোট দেয় না গ) প্রত্যক্ষভাবে শাসন কাজ পরিচালিক নয় ঘ) অশিক্ষা ও অজ্ঞতার কারণে জনগণ যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে না। ১৬। গণতন্ত্রের ফলে শাসন ব্যবস্থায়Ñ ক) জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে খ) অন্যের অধিকার সংরক্ষণ করে থাকে গ) রাজনৈতিক চেতনার সৃষ্টি হয় ঘ) স্থিতিশীলতা বজায় থাকে ১৭। একনায়ক কে? র) মুসোলিনী র) হিটলার র) ফ্রাংকো নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৮। স্বাধীন বিচার ব্যবস্থাÑ র) জনগণ বিচারক নিয়োগ করে র) জনগণের অধিকার রক্ষা হয় র) মামলার সুষ্ঠু নিষ্পত্তি হয় নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) রর ও ররর ১৯। কোথায় প্রত্যক্ষ গণতন্ত্রের প্রচলন ছিল? ক) প্রাচীন গ্রীসে খ) রোমে গ) আমেরিকায় ঘ) যুক্তরাষ্ট্রে ২০। কোন শাসন ব্যবস্থায় জরুরি প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়? ক) মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় খ) গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গ) রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ঘ) যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ২১। বিচার বিভাগ কিভাবে সংবিধান রক্ষা করে? ক) সংবিধানের জটিল ব্যাখ্যা করে খ) শাসন ও আইন বিভাগকে পরামর্শ দান করে গ) ক্ষমতার ভারসাম্য রক্ষা করে ঘ) মামলা পরিচালনার ক্ষেত্রে নতুন আইন তৈরি করা ২২। রাজতন্ত্রের বিকৃত রূপ কোনটি? ক) অভিজাত তন্ত্র খ) গণতন্ত্র গ) স্বৈরাচারতন্ত্র ঘ) পলিটি ২৩। সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেÑ র) নানা বিষয়ে প্রশ্ন করে র) অনাস্থা প্রস্তাব আনয়ন করে র) সমালোচনার মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২৪। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? ক) ২৫ বছর খ) ৩০ বছর গ) ৩৫ বছর ঘ) ৪০ বছর ২৫। আইনসভা কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে? ক) অর্থ বিভাগ খ) বিচার বিভাগ গ) আইন বিভাগ ঘ) শাসন বিভাগ উত্তরমালা : ১.ঘ ২.খ ৩.গ ৪.খ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.ক ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.গ ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ঘ
×