ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো বেতন চান ভারতের এমপিরা

প্রকাশিত: ০৫:২৭, ১৫ জুলাই ২০১৫

যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো বেতন চান ভারতের এমপিরা

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানির সঙ্গে একই আসনে বসতে চাইছে ভারত। তবে উন্নয়নের নিরিখে বা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নয়। নিজেদের বেতনের পরিকাঠামো দিয়েই ওই সব উন্নত দেশের সমপর্যায়ে উঠতে চাইছেন ভারতীয় এমপিরা। খবর আনন্দবাজার পত্রিকার। এমপিদের দাবি, ৫০ হাজার থেকে এক ধাক্কায় তাদের বেতন এক লাখ রূপি করতে হবে। এর সঙ্গে অন্যান্য যে সুযোগ-সুবিধা চেয়েছেন, তা যে কোন উন্নত দেশের থেকেও অনেক বেশি। অথচ ভারতের মতো তৃতীয় বিশ্বের এমপিদের তাতে কোন ভ্রƒক্ষেপ নেই! তারা নিজেদের দাবিতে কার্যত অনড়। বেতন দ্বিগুণ করার দাবিতে একযোগে সরব হয়েছিলেন তারা। সূত্রের খবর, সোমবার বেতন বৃদ্ধি এবং ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে এমপিদের কমিটিতে আলোচনা হয়। সেখানে বেতন দ্বিগুণ করার দাবি খারিজ হয়ে গেছে।
×