ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেনেটার লভ্যাংশ বিতরণ শুরু

প্রকাশিত: ০৫:১০, ১৫ জুলাই ২০১৫

রেনেটার লভ্যাংশ বিতরণ শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ মঙ্গলবার থেকে বিতরণ শুরু হয়েছে। এটি চলবে ২৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ছুটির দিন ছাড়া প্রতিদিন অফিস চলাকালীন লভ্যাংশ সংগ্রহ করা যাবে। কোম্পানির কর্পোরেট অফিস মিল্ক ভিটা রোড, সেকশন-৭, মিরপুর থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। আর যারা লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবে তাদের নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে রেনেটা শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।
×