ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

প্রকাশিত: ০৬:২৮, ১৪ জুলাই ২০১৫

রাষ্ট্রপতির সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন দ্যা জং সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বাসসকে জানান বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি পারস্পরিক স্বার্থে দুটি দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ থেকে নেদারল্যান্ড ওষুধ, সিরামিক পণ্য এবং তৈরি পোশাক আমদানি করতে পারে। ইউরোপীয় দেশের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডসের জনগণ এবং দেশটির সরকারের প্রতি রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×