ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে শেষ মুহূর্তে জমজমাট

প্রকাশিত: ০৬:১৯, ১৪ জুলাই ২০১৫

চাঁপাইয়ে শেষ মুহূর্তে জমজমাট

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। কোন উত্তাপ বা আমেজ ছিল না রমজানের তিন সপ্তাহ ধরে। আঠারো রোজা থেকে ঈদ বাজারে বেড়েছে ক্রেতার সংখ্যা। বিশেষ করে নিউ মার্কেটসহ সংলগ্ন চারটি সম্প্রসারিত বাজারে প্রচ- ভিড়। এছাড়াও সেন্টু মার্কেট, ক্লাব সুপার মার্কেট, ডিসি মার্কেট, পুরান বাজারসহ ১১ বাজারে দাঁড়াবার মতো অবস্থা নেই। এমনকি ফুটপাথের দোকানগুলোতে কেনাকাটার উৎসব শুরু হয়ে গেছে। প্রতিটি দোকানে কেনাটাকায় উপচেপড়া ভিড়। হুমড়ি খেয়ে পড়েছে নানান বয়সের তরুণী ও মহিলারা। এবার মধ্যবিত্ত কৃষক শ্রেণীর, যাদের সংসার পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে নানান কৃষিপণ্য বিক্রির অর্থ হতে, তারা ঈদ বাজারে একেবারে অনুপস্থিত। কারণ একটাই ধান চালের দাম নেই। হরিপুরের কৃষক তবজুল বললেন ছেলের স্কুল পড়ুয়া মেয়ে অর্থাৎ পুতনির জন্য সালওয়ার কামিজ কিনতে গেলে ১০ মণ ধান বিক্রি করতে হবে। কিন্তু ক্রেতা না থাকায় ধান বিক্রি করতে না পারায় তারা এবার ঈদে কোন নতুন কাপড় কেনা সম্ভব হবে না। এ ধরনের কৃষক পরিবারের সংখ্যা অনেক।
×