ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অবাধে বালু উত্তোলন হুমকির মুখে ঢাকা-জামালপুর মহাসড়ক

প্রকাশিত: ০৬:১৭, ১৪ জুলাই ২০১৫

অবাধে বালু উত্তোলন হুমকির মুখে ঢাকা-জামালপুর মহাসড়ক

নিজস্ব সংবাদদাতা জামালপুর, ১৩ জুলাই ॥ জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা মোড় সংলগ্ন বংশাই নদী হতে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে ঢাকা-জামালপুর মহাসড়ক ও হরিদ্রাটা-পটল-ছোনটিয়া রাস্তায় বংশাই নদীর ওপর নির্মিত ব্রিজটি হুমকির মুখে পড়েছে। জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের নদী শাসন ও জল মহাল আইনে কোন নদীর কিনারা বা তীর থেকে ২ হাজার ৫শ’ ফুট এবং কোন সরকারী স্থাপনার ১ কিমির মধ্যে বালু উত্তোলন করা নিষিদ্ধ, অবৈধ ও বেআইনী। অথচ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালী মহলটি ঢাকা-জামালপুর মহাসড়ক ও হরিদ্রাটা-পটল-ছোনটিয়া রাস্তায় বংশাই নদীর ওপর নির্মিত ব্রিজটি দক্ষিণ পার্শ্ব ঘেঁষেই অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে হুমকির মুখে পড়েছে ঢাকা-জামালপুর মহাসড়ক ও হরিদ্রাটা-পটল-ছোনটিয়া রাস্তায় বংশাই নদীর ওপর নির্মিত ব্রিজটি। মাস তিনেক আগেও ব্রিজটির উত্তর পার্শ্ব ঘেঁষে ওই প্রভাবশালী মহলটি বালু উত্তোলন করায় নদীর পাড় ভেঙ্গে মহাসড়কটি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আর ব্রিজটির গোড়ার মাটি দেবে গিয়ে দক্ষিণের গার্ডার (বাহু) দুটি ভেঙ্গে পড়ে।
×