ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে গাড়ি বোমা হামলা, নারী ও শিশুসহ নিহত ৩৩

প্রকাশিত: ০৬:১২, ১৪ জুলাই ২০১৫

আফগানিস্তানে গাড়ি বোমা হামলা, নারী ও শিশুসহ নিহত ৩৩

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। রবিবার খোস্ত প্রদেশের ক্যাম্প চ্যাপম্যানের কাছের এক চেকপয়েন্টে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি অনলাইনের। ক্যাম্প চ্যাপম্যান নামের এই সামরিক ঘাঁটিটি এক সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ব্যবহার করত। তবে সম্প্রতি এই হামলায় কোন মার্কিন এবং কোয়ালিশন বাহিনীর সদস্য নিহত হয়নি। এই ঘাঁটিটি এখন আফগান, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সেনারা ব্যবহার করে। খোস্তের প্রাদেশিক গবর্নরের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ২৭ বেসামরিক লোক এবং ৬ নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। খোস্তের ডেপুটি পুলিশ প্রধান ইয়াকুব খান জানিয়েছেন, হামলার শিকার চ্যাপম্যান শিবিরের ওই তল্লাশি চৌকিতে আফগান সেনারা দায়িত্বে ছিলেন। তবে হামলায় নিহতরা বেসামরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা একটি গাড়িতে বসে তল্লাশি চৌকি পার হওয়ার অপেক্ষায় ছিলেন।
×