ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই সময়ে ইমন সোবহান

প্রকাশিত: ০৬:০৭, ১৪ জুলাই ২০১৫

এই সময়ে ইমন সোবহান

স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রজন্মের শিল্পী ইমন সোবহান। ছোটবেলা থেকেই গান শুনতে এবং গান গাইতে ভালবাসেন। ভক্তি রাখেন বাউল গানে, সুফিবাদে ও বুদ্ধের দর্শনে। এবার ঈদে রিলিজ হওয়া ‘মন বেচারা’ নামে একটি মিক্সড এ্যালবামে ‘অন্ধকার চোরাগলী’ ‘ফেরারী হাওয়া’ ও ‘হৃদয়ের স্পর্শ’ শিরোনামে ইমনের তিনটি গান রয়েছে। তিনটি গানের গীতিকার এবং সুরকার তিনি নিজেই। এই এ্যালবামের মাধ্যমেই ইমন প্রফেশনাল গানের জগতে প্রবেশ করলেন। ঈগল মিউজিকের ব্যানারে ‘মন বেচারা’ এ্যালবামে ইমনসহ আছেন আরও নতুন পাঁচ শিল্পীর গান। ‘মন বেচারা’ এ্যালবামের প্রতিটি গান যতœসহকারে কম্পোজ করেছেন রিতুল। ক্লাসিকাল মিউজিকের প্রতি আগ্রহী এই তরুণ গায়ক। রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি এবং পল্লীগীতি তার বিশেষ পছন্দ। ইমন সোবহানের প্রিয় গায়কের তালিকায় রয়েছেন সুবীর নন্দী, নগর বাউল ব্যান্ডের জেমস এবং এই প্রজন্মের জনপ্রিয় গায়ক হৃদয় খানসহ আরও অনেকে। ইমন সোবহানের ভবিষ্যত ইচ্ছা ভাল গান করা। দর্শকদের রুচিসম্মত গান উপহার দেয়া তথাপি দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেয়া। ইমন সোবাহানের নিজের লেখা ও সুর করা গানের সংখ্যা প্রায় তিন শতাধিক এছাড়াও তিনি কবিতা রচনা করেন। গান গাওয়ার পাশাপাশি তিনি নিয়মিত গান লিখছেন ও সুর করছেন। বাংলা গান যেমন লিখেছেন তেমন হিন্দি ও ইংরেজী ভাষায়ও গান লিখেছেন। মাগুরার সন্তান ইমন সোবহান ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন। প্রত্যয় সাংস্কৃতিক সংসদ থেকে প্রথম সঙ্গীতের দীক্ষা নেন তিনি ওস্তাদ সমীরন রায়ের কাছে। ওস্তাদ সমীরন রায় অত্যন্ত যতেœর সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সঙ্গীতে তালিম দিয়েছেন। ইমন সোবহানের লেখা গানের মূল বিষয় মানবপ্রেম ও দেশপ্রেম। জীবনধর্মী গানই তিনি বেশি লিখেছেন। তার গানে দেশের সমসাময়িক সমস্যাগুলো উঠে আসে। গানের পাশাপাশি ইমন খুব ভাল গীটার বাজান। ইমনের প্রথম স্টেজ শো করেন ২০০৮ সালে। ইমন সোবহান বলেন, আমি মনে করি দর্শকদের সামনে গান নিয়ে উপস্থিত হওয়ার আগে আমাকে অনেক গভীরে যেতে হবে। আর সেই গভীরতায় পৌঁছানোর মতো অভিজ্ঞতা আমার রয়েছে। ‘মন বেচারা’ এ্যালবাম নিয়ে ইমন সোবহান খুবই আশাবাদী। প্রতিটি গানই শ্রোতাদের আকর্ষণ করবে বলে তার বিশ্বাস। বর্তমান সঙ্গীতের অবস্থা প্রসঙ্গে ইমন বলেন, বাংলা গানের দুঃসময় চলছে। অডিও সিডি বিক্রি কমেছে। মানুষ তার প্রিয় গান নেট থেকেই শুনে নেয়। যার ফলে সঙ্গীত নিয়ে যারা কাজ করছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে যারা গান শুনতে ভালবাসে তাদের একটু সচেতনতাই সঙ্গীত অঙ্গনকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে বলে ইমন সোবহান মনে করেন।
×