ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেনাপোল কাস্টমসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৬:০৩, ১৪ জুলাই ২০১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল কাস্টমস হাউসের ২০১৫-১৬ অর্থবছরে আমদানি পণ্য থেকে ৩ হাজার ১শ’ ৪৩ কোটি ৩২ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক বেনাপোল কাস্টমস হাউসে বেঁধে দেয়া এ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আদায় সংক্রান্ত এক চিঠির আলোকে এই তথ্য জানা যায়। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ চলতি অর্থবছরে দেয়া লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে জানালেও ব্যবসায়ীরা বলছেন অনিশ্চয়তার কথা। বেনাপোল সিএন্ডএফ এজেস্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আমদানি বাণিজ্য ও পণ্য ছাড় করার ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। বেনাপোল বন্দর দিয়ে যে ব্যবসায়ীরা পণ্য আমদানি করছেন, তাদের ক্ষেত্রে অনিয়ম করে বেশি শুল্ক ধার্য করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
×