ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারবিরোধী ষড়যন্ত্র ১০ জামায়াত নারী কর্মী জেলহাজতে

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ জুলাই ২০১৫

সরকারবিরোধী ষড়যন্ত্র ১০ জামায়াত নারী কর্মী জেলহাজতে

কোর্ট রিপোর্টার ॥ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের মামলায় জামায়াতের ১০ নারী কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ তসরুজ্জামান ডিবি পুলিশের জেলহাজতে আটক রাখার আবেদন মঞ্জুর করে ওই আদেশ দেন। ১০ আসামি হলেন কামরুন্নেচ্ছা (৫০), মোনা ইয়াসমিন (৪২), জাকিয়া সরোয়ার (৫০), ফিরোজা হক (৫৮), সামছুন্নাহার (৫০), শাহানা বেগম (৫২), আয়েশা সিদ্দিকী (৫০), লুৎফা বেগম (৫৫), রাজিয়া খানম (৫৫) ও আঁখি আক্তার (১৮)। আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে আটক রাখার আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ওয়াহিদুজ্জামান। তবে আসামিদের আইনজীবী এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও এ্যাডভোকেট আশরাফুজ্জামান শাকিল জামিনের আবেদন করেন। শেষে বিচারক জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। তদন্ত কর্মকর্তা তার আবেদনে জানান, রবিবার আসামিরা রাজধানীর সেগুনবাগিচার এক বাসায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সরকার পতনের জন্য জামায়াতে ইসলামীর আন্দোলনের রূপরেখা প্রণয়নের জন্য সভা করছিলেন।
×