ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ১৬ জেলে অপহরণ

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ জুলাই ২০১৫

সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ১৬ জেলে  অপহরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের আন্ধারিয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে সাতটি মাছধরা নৌকাসহ ১৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু মাস্টারবাহিনী। জেলে-মহাজন সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া খালে রবিবার রাতে জেলেরা মাছ ধরার সময় বনদস্যু মাস্টারবাহিনী তাদের ওপর হামলা চালায়। এ সময় দস্যুরা সাতটি নৌকাসহ ১৬ জেলেকে মুক্তিপণের দাবিতে অপরহণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের মংলার বিভিন্ন এলাকায়। এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট রাহাতুজ্জামান বলেন, বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানের পাশাপাশি কোস্টগার্ড সদস্যরা তৎপর রয়েছে।
×