ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে দেড় লাখ মানুষ বন্যাকবলিত

প্রকাশিত: ০৫:২৩, ১৩ জুলাই ২০১৫

নীলফামারীতে দেড় লাখ মানুষ  বন্যাকবলিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ উজানের ঢলে তিস্তার পানি গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে রবিবার সকাল ৬টা থেকে ডালিয়া পয়েন্টের তিস্তা ব্যারাজে নদীর পানি বিপদসীমার (৫২ দশমিক ৪০) ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত শনিবার এ পয়েন্টে তিস্তার প্রবাহ বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তিস্তা অববাহিকার রাত ১২টা থেকে উজানের ঢলের পানি ঘরবাড়িতে প্রবেশ শুরু করে। যা কোমর সমান তলিয়ে দিয়ে প্রবাহিত হয়। তিস্তার বানের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা হলো নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলা, লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালিগঞ্জ উপজেলা। এসব উপজেলার বাইশপুকুরচর, কিসামত ছাতনাই, ঝাড়শিঙ্গেরশ্বর, বাঘেরচর, টাবুর চর, ভে-াবাড়ী, ছাতুনামা, হলদিবাড়ী, একতারচর, ভাসানীর চর, পুর্বছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশাচাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গোলম-া, ডাউয়াবাড়ি, শৌলমারী, কৈমারী এলাকা ঘরবাড়িতে কোমর সমান পানি প্রবাহিত হচ্ছে।
×