ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে স্বাস্থ্য উপকেন্দ্রের জমির ওপর মার্কেট নির্মাণ

প্রকাশিত: ০৫:২৩, ১৩ জুলাই ২০১৫

চাঁপাইয়ে স্বাস্থ্য উপকেন্দ্রের জমির ওপর মার্কেট নির্মাণ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রের জমি জোরজবরদস্তি দখল নিয়ে মার্কেট নির্মাণ করছে মোবারকপুর ইউনিয়ন পরিষদ। জেলা বা উপজেলা স্বাস্থ্য বিভাগের কোন অনুমতি না নিয়ে টিকরি বাজার সংলগ্ন স্বাস্থ্য উপকেন্দ্রের স্থানে এই মার্কেট নির্মাণের কাজ চলছে। এখানেই শেষ নয় মার্কেট নির্মাণের আগেই আগাম ১০ জনের কাছ থেকে তিন লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা নিয়ে ইউপি পরিষদ এই মার্কেট নির্মাণ করে চলেছে। স্বাস্থ্য বিভাগ মার্কেট নির্মাণে বাধা দিলেও কোন কাজ হয়নি। এমনকি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান কোন কিছু জানে না বলে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ধরনের মার্কেট নির্মাণের ব্যাপারে ইউনিয়ন পরিষদ কোন ধরনের আলোচনা বা অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেনি। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ আলউদ্দিন সাহেবের নোটিসে আসায় তিনি বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেবার জন্য শিবগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তড়িৎ কুমার সাহাকে নির্দেশ দেন। সিভিল সার্জনের নির্দেশ মোতাবেক ডাঃ তড়িৎ তদন্ত শেষে রিপোর্ট পেশ করেন। তার রিপোর্টে উঠে এসেছে মার্কেট নির্মাণের স্থানটি দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য উপকেন্দ্রের একেবারে নিজস্ব জমি। তিনি জানান, ইউনিয়ন পরিষদ সরকারী বিধি ভঙ্গ করে স্বাস্থ্য উপকেন্দ্রের জমির উপর জোরকরে মার্কেট তৈরি করছে। বার বার আপত্তি দেবার পরেও মার্কেট নির্মাণের কাজ বন্ধ করেনি। এদিকে মোবারকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, তাদের একেবারে নিজস্ব জমির উপর পরিষদের অনুমোদন নিয়ে মার্কেট নির্মাণ করছে।
×