ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মংলায় নির্মাণাধীন সাইলো ॥ খাদ্য নিরাপত্তা দেবে ১৯ জেলায়

প্রকাশিত: ০৫:২১, ১৩ জুলাই ২০১৫

মংলায় নির্মাণাধীন সাইলো ॥  খাদ্য নিরাপত্তা দেবে  ১৯ জেলায়

নিজস্ব সংবাদদাতা, মংলা, ১২ জুলাই ॥ সবুজে? ঘেরা সুন্দরবন ঘেঁষে মংলা বন্দরের জয়মনিতে নির্মিত হচ্ছে অত্যাধুনিক নৌবন্দরভিত্তিক খাদ্যগুদাম (কনক্রিট গ্রেইন সাইলো)। প্রায় সাড়ে পাঁচশ’ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন এ সাইলো উপকূলবাসীর ত্রাণ ব্যবস্থাপনার পাশাপাশি সংশ্লিষ্ট ১৯টি জেলার খাদ্য নিরাপত্তা দেবে। আমদানি করা খাদ্যশস্য বিষক্রিয়া ছাড়া মজুদ ও দ্রুত সময়ে খালাসের জন্য জাপান ডেবট ক্যান্সেলেশন ফান্ড ও বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে নির্মিত হচ্ছে এ সাইলো। ইতোমধ্যে ৭৭Ñ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, দ্রুতগতিতে এগিয়ে চলেছে সাইলো’র নির্মাণ কাজ। বিশালাকারের ক্রেনসহ ভারি যন্ত্রপাতি নিয়ে কাজে ব্যস্ত বহু শ্রমিক। পশুর নদকে কেন্দ্র করে সুবিশাল এ সাইলোর নির্মাণযজ্ঞ দেখতে ভীড় করছেন দূর-দূরান্ত থেকে আসা কৌতূহলীরা। প্রকল্প সূত্রে জানা যায়, ২০০৯ সালে বর্তমান সরকার ১ম বার দায়িত্ব নেয়ার পর বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট ও বৈদেশিক মন্দা চলছিল। সে সঙ্কট কাটতে না কাটতেই ২০০৯ সালের মে মাসে খুলনা ও বাগেরহাটসহ দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। ভবিষ্যতে এমন ঝড় পরবর্তী সঙ্কট মোকাবেলায় এবং অন্য দেশের ওপর নির্ভরশীল না থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে তখন উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্য মজুদের পরিকল্পনা নেয় সরকার। এর অংশ হিসেবে সারাদেশে খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। নতুন খাদ্য গুদাম, সাইলো ও অবকাঠামো নির্মাণ এবং বিদ্যমান খাদ্য গুদাম ও অন্যান্য অবকাঠামো মেরামত ও আধুনিকায়নকে বর্তমান সরকার তৃতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে।
×