ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে পদ্মার বাঁধে ফাটল ॥ শঙ্কায় স্থানীয়রা

প্রকাশিত: ০৫:১৯, ১৩ জুলাই ২০১৫

রাজশাহীতে পদ্মার বাঁধে ফাটল ॥ শঙ্কায় স্থানীয়রা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে ইউসুফপুর এলাকায় পদ্মা নদীতে হঠাৎ ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে বাঁধে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ওই এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিজিবি ক্যাম্প। আতঙ্কিত হয়েছে পড়েছে স্থানীয়রা। এ অবস্থায় এখনই জরুরী পদক্ষেপ না নেয়া হলে নদীতীরবর্তী আট থেকে ১০টি গ্রাম প্লাবিত হতে পারে বলে এলাকাবাসীর শঙ্কা। রবিবার দুপুরে চারঘাটের ইউসুফপুর এলাকায় গিয়ে দেখা যায়, নদীর রক্ষা বাঁধটির একাংশ দেবে গেছে। বিশাল ফাটল ধরেছে বাঁধের একাংশে। এলাকাবাসী জানায়, কদিন আগে বাঁধে ছোট এক ফাটলের সৃষ্টি হয়। দুই তিনদিনের ব্যবধানে এ ফাটল বিশাল আকার ধারণ করে। এ অবস্থায় ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিজিবি ক্যাম্প বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, কয়েকদিন আগে বিজিবি ক্যাম্পের কাছে বাঁধে ফাটল দেখে তারা পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করেছিলেন। তবে কোন ব্যবস্থায় নেয়া হয়নি। গত শনিবার হঠাৎ করেই বাঁধটির একাংশ ভেঙ্গে পড়েছে।
×