ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হায় বুড়িগঙ্গা!

প্রকাশিত: ০৪:৫৮, ১৩ জুলাই ২০১৫

হায় বুড়িগঙ্গা!

নদীবিধৌত আমাদের এ দেশে এক সময় প্রধান বাহন ছিল নৌকা। একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য তখন নৌকার যথেষ্ট কদর ছিল। সে সময় জলাশয়, নদনদীর সংস্কারও বেশ গুরুত্ব পেত। কিন্তু বর্তমানে বিকল্প অনেক যোগাযোগের পথ থাকায় নদনদীর ওপর থেকে গুরুত্ব কমিয়ে দেয়া হয়েছে। তাই নৌকা এখন আর গুরুত্ব পায় না, অব্যবহৃত পড়ে থাকে। রবিবার রাজধানীর জিঞ্জিরা বেড়িবাঁধ এলাকা থেকে বুড়িগঙ্গার এই ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×