ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্পেশাল অলিম্পিক দলের প্রশিক্ষণ পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তারা

প্রকাশিত: ০৬:৩৩, ১২ জুলাই ২০১৫

স্পেশাল অলিম্পিক দলের প্রশিক্ষণ পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তারা

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেশাল অলিম্পিকস্ সামার ওয়ার্ল্ড গেমস ২০১৫ যুক্তরাষ্ট্রের লসএ্যাঞ্জেলসে আগামী ২৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ক্রীড়া আসরে বাংলাদেশের ৮০ সদস্যের দল এ্যাথলেটিক্স, সাঁতার, বোচি, ব্যাডমিন্টন, ফুটবল ও টেবিল টেনিস ইভেন্টে অংশ নেবে। ফারুকুল ইসলাম দলনেতা এবং খাইরুল ইসলাম খান সহকারী দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন। ৮০ সদস্যের দলে ৫৭ খেলোয়ার, ২০ কোচ এবং ৩ কর্মকর্তা আছেন। আগামী ২১ জুলাই সিঙ্গাপুর এয়ারলাইন্সযোগে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ দল লসএ্যাঞ্জেলসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এই গেমসে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এয়ারটেল আর্থিক সহায়তা প্রদান করেছে। আমন্ত্রিত অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ওয়ার্ল্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা বিকেএসপিতে অনুষ্ঠানরত স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ দলের চলমান প্রশিক্ষণ কর্মসূচী পরিদর্শন করেন। কর্মকর্তাদের মধ্যে ছিলেনÑ আমেরিকান সেন্টারের পরিচালক এনবি ম্যাককনেল, উপ-পরিচালক, প্রোগ্রামস ক্রিস্টিয়ান কোল ও পাবলিক এ্যাফেয়ার্স অফিসার আশিক রুশদি প্রমুখ। তাঁরা স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের এ্যাথলেটদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভাল ফলের জন্য উৎসাহিত করেন। তারা প্রশিক্ষণের পদ্ধতি ও ব্যবস্থাপনায় চমৎকৃত হন। বিকেএসপির কনফারেন্স কক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের চেয়ারম্যান ডাঃ শামীম মতিন চৌধুরী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও সহযোগিতার আশ্বাস দেন। ফাইনালে হিঙ্গিস-সানিয়া জুটি স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনের দ্বৈতে ফাইনালে উঠেছেন মার্টিনা হিঙ্গিস এবং সানিয়া মির্জা। দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে ওঠার গৌরব অর্জন করলেন মার্টিনা হিঙ্গিস। এর আগে ১৯৯৭ সালে শেষবারের মতো মহিলা এককে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন তিনি। দ্বৈতে শেষ শিরোপা জিতেছিলেন তারও এক বছর আগে। সেবার তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন হেলেনা সুকোভা। এবার ৩৪ বছর বয়সী এই টেনিস তারকার সঙ্গী ভারতের প্রতিভাবান খেলোয়াড় সানিয়া মির্জা, যাদের সময়টা এখন দারুণ কাটছে। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনের শুরু থেকেই ভাল খেলছেন এই তারকা জুটি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা শেষ চারের লড়াইয়েও ধরে রেখেছেন তাঁরা। শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে মার্টিনা হিঙ্গিস এবং সানিয়া মির্জা জুটি ৬-১ এবং ৬-২ গেমে খুব সহজেই হারিয়েছেন আমেরিকান জুটি রাকুয়েল কোপস জোনস এবং আবিগেইলকে। হিঙ্গিস আর সানিয়া মির্জা জুটি বাঁধার পর থেকেই টেনিস কোর্টে দুর্দান্ত খেলছেন।
×