ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলিপিন্সে বিষাক্ত মিষ্টি খেয়ে শত শত শিশু অসুস্থ

প্রকাশিত: ০৬:১৮, ১২ জুলাই ২০১৫

ফিলিপিন্সে বিষাক্ত মিষ্টি খেয়ে শত শত শিশু অসুস্থ

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে বিষাক্ত মিষ্টি খেয়ে শত শত স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সুরিগাও দেল সুরের গবর্নর জনি পিমেনটেল বলেন, প্রাথমিক ও হাইস্কুলের কমপক্ষে ১ হাজার ৩৫০ শিক্ষার্থী শুক্রবার রাতে তাদের পেটে ব্যথা, ডায়রিয়া, বমি হওয়া ও মাথা ব্যথা করছে বলে অভিযোগ করে। এরপর রাতেই তাদের নয় শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তিনি বলেন, ২৫০ শিক্ষার্থী শনিবারও হাসপাতালে ভর্তি ছিল। তবে বিকেলের দিকে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীরা টিফিন চলাকালে একটি ভ্যান থেকে ওই মিষ্টি কিনে খায়। মিষ্টি বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে নয় পুরুষ ও নারীকে আটক করা হয়েছে। মিষ্টিগুলো বিক্রির মেয়াদোত্তীর্ণ ছিল কিনা বা এতে উদ্দেশ্যমূলকভাবে বিষাক্ত মেশানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গবর্নর বলেন, ‘কেবল স্কুলের শিক্ষার্থীদের কাছে মিষ্টিগুলো বিক্রি করাই ছিল সন্দেহভাজনদের উদ্দেশ্য। তারা সারাদিন নয় শহর ঘুরে ঘুরে মিষ্টিগুলো বিক্রি করে।’ তিনি বলেন, মিষ্টিগুলোতে বিষাক্ত কোন কিছু মেশানোর কথা আটককৃতরা অস্বীকার করেন। তিনি আরও বলেন, আটককৃতরা কেন তাদের নিজ প্রদেশ থেকে ৩শ’ কিলোমিটার দূরে গিয়ে মিষ্টিগুলো বিক্রি করতে গিয়েছিল তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। -এএফপি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে হামলায় নিহত ৭ থাইল্যান্ডের লড়াইয়ের ফলে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় চারটি পৃথক বোমা বিস্ফোরণে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও বন্দুক হামলা ও আগুন লাগিয়ে আরও চারজনকে হত্যা করা হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে পুলিশ ও সৈন্যদের সংঘর্ষে দেশটিতে ৬ হাজার ৩০০ লোক প্রাণ হারিয়েছে। বিদ্রোহীরা মালয়েশিয়ার সীমান্তবর্তী মুসলিম প্রধান ওই এলাকায় অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে ২০০৪ সাল থেকে তৎপরতা চালিয়ে আসছে। শুক্রবার সন্ধ্যায় থাইল্যা-ের দক্ষিণাঞ্চলীয় সংখলা প্রদেশে সাদাও এলাকার একটি পানশালার বাইরে একটি মোটরসাইকেল বোমা বিস্ফোরণে তিন জন নিহত হয়। এই অঞ্চলটিতে প্রায়ই হামলা চালানো হয়। -এএফপি
×