ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলছে গেইল- ঝড়...

প্রকাশিত: ০৫:৫৭, ১১ জুলাই ২০১৫

চলছে গেইল- ঝড়...

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ কাউন্টি হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ঘরোয়া টি২০-তে যথারীতি চলছে ক্রিস গেইল ঝড়। সিপিএলেও রীতিমোত গেইল তা-বে বেসামাল প্রতিপক্ষ দলগুলো। এবার তাঁর ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো রেড স্টিল। এ নিয়ে টি২০ ক্রিকেটে সর্বশেষ ৯ ম্যাচের সাতটিতেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেন জ্যামাইকান ব্যাটিং-দৈত্য। সমারসেট হয়ে তালাওয়াশ, ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মাসে গেইলের ইনিংসগুলো এরকমÑ ৯২, ১৫১*, ৮৫*, ৯০*, ৭২*, ৬৪* ও ১০৫! অধিনায়ক গেইলের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে ত্রিনিদাদ এ্যান্ড টোবাগে রেড স্টিলকে ১৮১ রানের টার্গেট ছুড়ে দেয় জ্যামাইকা তালাওয়াশ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সান্টোকি-ভেট্টরি-টেইলরদের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে ১৩০ করতে সমর্থ হয় ত্রিনিদাদ। ৫০ রানের বিশাল জয় পায় গেইলের তালাওয়াশ। প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর স্টিম রোলার চালান গেইল। ৬ চার ও ৯ ছক্কার সাহায্যে এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন এ বাঁহাতি ব্যাটিং দানব। তার ৫৭ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেটে ১৮০ রান তোলে জ্যামাইকা। ফলে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেইলের জ্যামাইকা। সমান পয়েন্ট সত্ত্বেও নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে বার্বাডোজ ট্রাইডেন্টস। জ্যামাইকার হয়ে সবগুলো (৬টি) ম্যাচ খেলে ৩৪৮ রান করেছেন গেইল। স্ট্রাইক রেট ১৬২.৬১। তিনটি হাফসেঞ্চুরির পাশাপাশি রয়েছে ?একটি সেঞ্চুরি। আসরের সর্বোচ্চ রানের মালিক তিনি।
×