ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে স্কুল মেরামতের টাকা লোপাট

প্রকাশিত: ০৫:৫০, ১১ জুলাই ২০১৫

বাউফলে স্কুল মেরামতের টাকা  লোপাট

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ জুলাই ॥ বাউফলে ২২৫টি প্রাইমারী স্কুল মেরামতের জন্য বরাদ্দকৃত প্রায় ৭০ লাখ টাকা কাজ না করেই লোপাট করা হয়েছে। জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে উপজেলার ২২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্য স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্লান প্রকল্প থেকে ৩০ হাজার টাকা হারে মোট ৬৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। অধিকাংশ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকরা কাজ না করেই ভুয়া-বিলভাউচার জমা দিয়ে বরাদ্দকৃত টাকা উত্তোলন করে নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ম্যানেজিং কমিটির সভাপতিরা প্রভাবশালী হওয়ায় তারা শত ভাগ কাজ করেননি। নামমাত্র কাজ করে বাকি টাকা পকেটস্থ করেছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঙ্গলাল রায় জানান, ৩০ জুনের বাধ্যবাধকতার কারণে বিল ভাউচার জমা নিয়ে টাকা ছাড় করা হয়েছে। কাজের অগ্রগতি পরিদর্শন করে টাকা প্রদান করা হবে।
×