ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউমার্কেটের ফুটপাথে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৮:৩৯, ১০ জুলাই ২০১৫

নিউমার্কেটের ফুটপাথে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে ৫০ থেকে ৬০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার পর থেকে ৪টা পর্যন্ত চলে এ অভিযান। এতে নিউমার্কেটের ২ নম্বর গেটের সামনের ৫০/৬০টি ফুটপাথের দোকান উচ্ছেদ করা হয়। তবে অভিযোগ স্থায়ী দোকানদাররা অভিযোগ করেন, উচ্ছেদের সময় কোন দোকান মালিককে না পাওয়া গেলেও উচ্ছেদের পর পরই আবার আগের মতো ফুটপাথ দখল করে দোকানের পসরা বসিয়ে বিক্রি করছে। এছাড়া রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি চালানোর অভিযোগে তিন গাড়ি চালককে জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলকে ২৫০ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কুদ্দুস এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত রয়েছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রেজাউল ইসলাম ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত হোসেন।
×