ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত দুই

প্রকাশিত: ০৮:৩৪, ১০ জুলাই ২০১৫

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ  নিহত দুই

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতিবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টারের পাঠানো। কক্সবাজার ॥ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার এলাকায় ট্রাক চাপায় তপু শর্মা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তপু শর্মা রামুর কাউয়ারখোপের প্রবাসী দুলাল শর্মার পুত্র ও স্থানীয় হালিম-রহিমা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। নিহতের মামা লিটন শর্মা জানান, বৃহস্পতিবার বিকেল চারটায় তপু রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তপু শর্মার মৃত্যু হয়। রামু হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলায় ভাটেরচরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শান্ত শেখ (২৫) নিহত হয়েছে। নিহত চালকের বাড়ি যশোর জেলায়। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান সামনের আরেকটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যায়। কাভার্ডভ্যানটিতে গার্মেন্টস সামগ্রী ছিল। পরে রেকার এনে দুর্ঘটনাকবলিত ভ্যানটি সড়িয়ে নেয়া হয়। এদিকে ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
×