ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপরাজনীতি না হলে দেশ আরও এগিয়ে যেত ॥ নাসিম

প্রকাশিত: ০৭:২৬, ১০ জুলাই ২০১৫

অপরাজনীতি না হলে দেশ আরও এগিয়ে যেত ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ইফতার মাহফিলে বসে কোন ব্যক্তি বা দলের গিবত করা সমীচীন নয় উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা উন্নয়নের বিরোধিতা করে, অন্যের গিবত করে জনগণই তাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে। বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশ আরও এগিয়ে যেত। যদি বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতি এবং জ্বালাও-পোড়াও না হতো। তিনি বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে তিনি খুদবান্দি, মেঘাই, মাইজবাড়িসহ কয়েকটি এলাকায় যমুনার ভাঙ্গনরোধে পানি উন্নযন বিভাগের কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকা- নিয়ে খোলামেলা কথা বলেন। পরে তিনি কাজীপুর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাবেক এমপি তানভির সাকিল জয়, জিএম তালুকদার মধু, রেপাজ উদ্দিন মাস্টার, লুৎফর রহমান মুকুল, জিয়াউর রহমান স্বাধীন, আল আমিন ও আসলাম বক্তব্য দেন। পটিয়া শিল্প এলাকায় সড়ক অবরোধ ভারি যান চলাচলে রাস্তা নষ্ট নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৯ জুলাই ॥ পটিয়া উপজেলার কর্ণফুলী এলাকায় ভারি যানবাহন চলাচল করে রাস্তা নষ্ট করার কারণে গ্রামবাসী সড়ক অবরোধ করে রেখেছে। বৃহস্পতিবার সকাল থেকে বাংলাবাজার ঘাট সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। দীর্ঘদিন ওই সড়কে ভারি যানবাহন চলাচলের কারণে রাস্তা নষ্ট হয়ে তীব্র যানজট সৃষ্টি হলে ক্ষোভে এলাকার লোকজন সড়ক অবরোধ করে। এদিকে, সড়ক অবরোধের কারণে এস আলম সুগার মিল্স, ডায়মন্ড সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, বিন হাবিব এলপি গ্যাস, মাসুদ ফিস প্রোডাক্টসসহ ওই এলাকার শিল্প প্রতিষ্ঠানের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
×