ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন ভারতকে দেখবে আজ জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৭:১৭, ১০ জুলাই ২০১৫

নতুন ভারতকে দেখবে আজ জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ গত আট মাসে কোন বিশ্রামই পায়নি ভারতীয় ক্রিকেট দল। গত বছর নবেম্বরের শেষদিকে অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে ত্রিদেশীয় সিরিজ, বিশ্বকাপ, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শেষ করে আবার বাংলাদেশ সফর করেছে। টানা ক্রিকেটের মধ্যে থাকার কারণে বাংলাদেশ সফরের সময়ই বিশ্রাম চেয়েছিলেন ভারতের সিনিয়র ক্রিকেটাররা। কিন্তু অনুমতি পাননি কেউ বাংলাদেশের বিপক্ষে সিরিজটার গুরুত্ব বিবেচনা করে। কিন্তু এরপরই আবার জিম্বাবুইয়ে সফর থাকায় এবার দলের নিয়মিত অনেক সদস্যই বিশ্রাম পেয়েছেন। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বদলে নেতৃত্বে আছেন তরুণ আজিঙ্কা রাহানে। দুয়েকজন ছাড়া যে দল নিয়ে জিম্বাবুইয়ে সফরে এসেছে ভারতীয় দল সেটাকে দ্বিতীয় সারিতেও রাখতে চাইছেন না অনেক ক্রিকেটবোদ্ধা। আজ এমন এক অচেনা ভারত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক জিম্বাবুইয়ের। বাংলাদেশ সময় দুপুর ১টায় হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে। গত বছর জুনে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঠিক এমন একটি দলই পাঠিয়েছিল ভারত। সেবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। ওই দলটিকে তবু ভারসাম্যপূর্ণ এবং প্রায় প্রথম সারির কাছাকাছি একটি দল হিসেবে বিবেচনা করা হয়েছিল। সেই দলের অনেকেই এবার জিম্বাবুইয়ে সফরে রাহানের নেতৃত্বাধীন দলে আছেন। তবে পুরনো-নতুনদের সম্মিলনে জিম্বাবুইয়ের বিপক্ষে গড়া ভারতীয় দল ভাল একটা ম্যাচ উপহার দেবে এমনটাই মনে করছেন সবাই। ধোনির নেতৃত্বে সম্প্রতি বাংলাদেশ সফরে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। ওয়ানডে সিরিজে হেরে গেছে ২-১ ব্যবধানে। এ কারণে দারুণ সমালোচনার মুখে পড়েছে তারা। সঙ্গে সঙ্গেই জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ। এ কারণেই চাপ কমাতে সিরিজটি বাতিল করার কথাও ভেবেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়নি। প্রথমবারের মতো তরুণ আজিঙ্কা রাহানের কাঁধে নেতৃত্ব দিয়ে দল গঠন করেছে ভারত। অবশ্য এ দলটিতে আছেন অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিং। বাংলাদেশ সফরে টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয়েছিল ভাজ্জির। এবার ওয়ানডেতেও ফিরছেন এ অভিজ্ঞ ক্রিকেটার। এছাড়াও ওপেনার মুরালি বিজয়, পেসার ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, আম্বাতি রায়ুডু আছেন যারা জাতীয় দলের সদস্য। এছাড়া সম্প্রতি বাংলাদেশ সফরের দলে থাকা অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিন্নি ও ধাওয়াল কুলকার্নি আছেন এ দলে। এ সিরিজে নতুন চেহারার ভারতীয় দলের জন্য আরেকটি অগ্নিপরীক্ষা নতুন ওয়ানডে নিয়ম। অধিনায়ক রাহানে নিজেই বাংলাদেশ সফরে শেষ দুই ওয়ানডেতে দল থেকে ছিটকে পড়ে ছিলেন। মূলত ধীরগতির উইকেটে স্ট্রাইকরেট তেমন ভাল না থাকায় বাদ পড়েন একাদশ থেকে। তিনিই এবার নেতৃত্বে। নিজেকে প্রমাণ করার পালা তারও। তিনি চাইছেন নিজেকে ফিরে পেতে। কিন্তু তিনি বিজয়ের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন নাকি মিডলঅর্ডারে খেলবেন সেটাই এখন দেখার বিষয়। কারণ আজ প্রথম ওয়ানডেতে বিজয়ের সঙ্গে উদ্বোধনে সঙ্গী হতে পারেন রবিন উথাপ্পা। এ সফরে রাহানের সঙ্গে জাতীয় দলে চূড়ান্তভাবে জায়গা পাকাপোক্ত করার লড়াই মনোজ তিওয়ারি, কেদার যাদব, রায়ুডু ও মনিষ পান্ডের মধ্যে। সর্বশেষ বিরাট কোহলির নেতৃত্বে জিম্বাবুইয়ে সফর করেছে ভারতীয় দল। ৫-০ ব্যবধানে সিরিজ জিতেই ফিরেছিলেন কোহলিরা। এবার একই ভার রাহানের ওপর। তবে সম্প্রতি ঐতিহাসিক পাকিস্তান সফর করে ফিরে বেশ উজ্জীবিত। যদিও পাক সফরে ওয়ানডে ও টি২০ সিরিজে শতভাগ পরাজয় নিয়েই ফিরেছে তারা।
×