ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমিন মোহাম্মদ সিটি প্রকল্পের ভূমি উন্নয়ন ও বিক্রয়ে বাধা নেই

প্রকাশিত: ০৬:১৩, ১০ জুলাই ২০১৫

আমিন মোহাম্মদ সিটি প্রকল্পের ভূমি উন্নয়ন ও বিক্রয়ে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গড়ে উঠা আমিন মোহাম্মদ গ্রুপের সর্ববৃহৎ আবাসন প্রকল্প আমিন মোহাম্মদ সিটি প্রকল্পের অবস্থান ও দখলস্বত্বসহ যাবতীয় কার্যক্রমের ওপর স্থিতাবস্থা আদেশের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করেছে। আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহম্মেদ তাকে সহায়তা করেন এ্যাডভোকেট মোহাম্মদ জগলুল কবির, ড. হাফিজুর রহমান ও ব্যারিস্টার মাহবুব শফিক । অন্যদিকে রিটকারির পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিকুল হক ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আদেশের পর ব্যারিস্টার শফিক আহম্মেদ বলেন, এই আদেশের ফলে এখন থেকে আমিন মোহাম্মদ সিটি প্রকল্পের ভূমি উন্নয়ন, বিক্রয় ও বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচারসহ অন্যান্য যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে আর কোন বাধা থাকল না। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি আল মুসলিম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আব্দুল্লাহর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট উভয়পক্ষের স্থিতাবস্থা জারি করে। আমিন মোহাম্মমদ সিটি প্রকল্পটি বেসরকারী আবাসিক প্রকল্প ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪Ñএর আলোকেই গড়ে উঠেছে।
×