ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় যুবক ও শিশু খুন ॥ গাজীপুরে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৭:২৯, ৯ জুলাই ২০১৫

গাইবান্ধায় যুবক ও শিশু খুন ॥ গাজীপুরে যুবকের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ গাইবান্ধায় যুবক ও শিশু খুন হয়েছে। গাজীপুরে গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া মানিকগঞ্জে বিউটি পার্লারের মালিকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ উপজেলায় সাইফুল ইসলাম (৩৫) এবং মনিকা (৭) নামে অপর এক শিশু মঙ্গলবার রাতে খুন হয়েছে। সাইফুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ (আনন্দ বাজার) গ্রামের হাজী লুৎফর রহমানের ছেলে। অপরদিকে মনিকা বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে। তাদের দুজনকেই ছুরিকাঘাতে খুন করা হয়। জানা গেছে, সাইফুল ইসলাম ইরাকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এ ব্যাপারে এক আদম ব্যবসায়ীর সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার চুক্তিতে ১৪ জুলাই ইরাক রওনা হওয়ার জন্য প্রয়োজনীয় টাকা-পয়সা সংগ্রহ করছিলেন। ওই আদম ব্যবসায়ীকে তিনি ইতোমধ্যে ২ লাখ টাকা অগ্রিম প্রদান করেন। অবশিষ্ট আড়াই লাখ টাকা আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করে গত মঙ্গলবার রাত ১২টায় বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে হঠাৎ করে ৪-৫ জনের একটি সশস্ত্র যুবক দল তার উপর হামলা চালায়। তার পেটে ছুরি চালায়, পায়ের রগ কেটে ফেলে এবং মাথায় আঘাত করে। এ সময় সাইফুল ইসলাম চিৎকার করে উঠলে দুর্বৃত্তরা টাকা-পয়সা ছিনিয়ে পালিয়ে যায়। পরে লোকজন সাইফুলকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার শেষ রাতে তিনি মারা যান। অপরদিকে বামনডাঙ্গার হাতিবান্ধা গ্রামের লাল মিয়ার সঙ্গে প্রতিবেশী আলম বাদশার টাকা-পয়সা ধার নিয়ে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় শিশুকন্যা মনিকাকে নিয়ে লাল মিয়া আলম বাদশার বাড়িতে গিয়ে পাওনা ২ হাজার টাকা চাইলে তাদের মধ্যে বাগবিত-া হয়। এক পর্যায়ে আলম বাদশা ছুরি বের করে লাল মিয়াকে আঘাত করার চেষ্টা করে। লাল মিয়া তা ঠেকালে আলম বাদশা ক্ষিপ্ত হয়ে মনিকার দেহে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মনিকাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়। গাজীপুর ॥ কালিয়াকৈরে চোর সন্দেহে গণপিটুনিতে বুধবার এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের (৩২) পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকাস্থ হাজী মোহাম্মদ আলী সুপার মার্কেটে বুধবার ভোরে তালা ভেঙ্গে সাটার খুলে ওই যুবক মোশারফ হোসেনের মালিকানাধীন মায়ের আঁচল বস্ত্রালয়ের ভেতরে ঢুকে। সে পরে সাটার বন্ধ করে চারটি ব্যাগে দোকানের মালামাল ভরতে থাকে। এ সময় (সকাল সাড়ে ৫টার দিকে) দোকানের মালিক পাশের সাটার খুলে ভেতরে ঢুকার সময় ওই যুবকটি পালানোর চেষ্টা করলে মালিক মোশারফ চোর চোর বলে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় জনতা যুবককে ধরে গণপিটুনি দেয়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মানিকগঞ্জ ॥ শহরের আপন বিউটি পার্লার থেকে বুধবার বেলা ১টার দিকে পার্লারের মালিক রিনা সুলতানার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিনা সুলতানা সদর উপজেলার দেড়গ্রাম এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, সদর উপজেলার নয়ারহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মোগলবাসা ইউনিয়নের নয়ারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকার শরীফ মহুরী গ্রুপের সঙ্গে গফুর গ্রুপের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে নয়ারহাট বাজারে শরীফ মহুরী গ্রুপের লোকজন গফুর গ্রুপের লোকজনের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গফুর গ্রুপের সদর উপজেলার চরশিতাইঝাড় গ্রামের গহর আলীর পুত্র সিরাজুল ইসলাম (২৭) ঘটনাস্থলেই বল্লমের আঘাতে নিহত হয়। এ সময় দু’পক্ষের আরও ২০ জন আহত হয়।
×