ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ার কিনবেন স্ট্যান্ডার্ড ব্যাংকের তিন উদ্যোক্তা

প্রকাশিত: ০৪:২৩, ৯ জুলাই ২০১৫

শেয়ার কিনবেন স্ট্যান্ডার্ড ব্যাংকের তিন উদ্যোক্তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের তিন উদ্যোক্তা ব্যাংকটির ৫ হাজার করে শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এসব শেয়ার ক্রয় করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তানভীর মোস্তফা চৌধুরী, ইনতিজার মোস্তফা চৌধুরী ও তাজমীম মোস্তফা চৌধুরী নামে স্ট্যান্ডার্ড ব্যাংকের তিন উদ্যোক্তা শেয়ার ক্রয় করবেন। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে তারা শেয়ার ক্রয় করবেন। বুধবার দিনের শুরুতে ব্যাংকটির শেয়ারের দর ছিল ৯.৩০ টাকা। দিনশেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর ছিল ৯.৩০ টাকা। অনুমোদিত মূলধন বাড়িয়েছে সামিট পূর্বাঞ্চল পাওয়ার অর্থনৈতিক রিপোর্টার ॥ অনুমোদিত মূলধন বাড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। ৮ম সাধারণ বার্ষিক সভায় (এজিএম) অনুমোদিত মূলধন ১৭০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকায় উন্নীত করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মূলধন বাড়ানোর বিষয়টি কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে অবহিত করা হয়েছে। বিশেষ এজেন্ডা হিসেবে অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়টি এজিএমে সাধারণ শেযারহোল্ডাররা নিষ্পত্তি করেছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। গত ২৮ জুন কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়। অনুমোদিত মূলধন বাড়ানোর লক্ষ্যে কোম্পানির সংঘবিধির ২০(ক) ধারার পরিবর্তন করা হবে।
×