ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪, ২৭ চৈত্র ১৪৩০

কক্সবাজারে হেলে পড়া তিনতলা ভবন নিলামে বিক্রি

প্রকাশিত: ০৭:১৮, ৮ জুলাই ২০১৫

কক্সবাজারে হেলে পড়া তিনতলা ভবন নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে হেলে পড়া তিনতলা ভবনটি নিলামে বিক্রি করে দেয়া হয়েছে। ওই ভবনটি অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় ১ লাখ ২০ হাজার টাকায় নিলামে ক্রেতা ব্যক্তিকে আগামী সাত দিনের মধ্যে ভবনটি ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিতে হবে। মঙ্গলবার সকালে এ নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়। সোমবার রাতে জেলার একমাত্র এ মৎস্য অবতরণ কেন্দ্রের তিনতলা ভবনের উত্তর পাশ বাঁকখালী নদীতে হেলে পড়ে। বন্ধ হয়ে যায় নৌ-চলাচল। ব্যবসায়ী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। ঝুঁকি এড়াতে ভবনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। মানবপাচারকারী গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার চাকবৈঠা গ্রামের মানবপাচারকারী ফিরোজ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উখিয়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পুরনো রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক মৃত ছৈয়দ আকবর ওরফে চেয়ারম্যানের পুত্র ডজন মামলার পলাতক আসামি, ইয়াবা ও মানবপাচারের হোতা ফিরোজ আহমদ মানবপাচার সংক্রান্ত বাকি টাকা আদায় করতে গেলে উখিয়া থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। নামীদামী মোড়কে মানহীন পণ্য স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আসছে ঈদকে সামনে রেখে ভেজাল ও নিম্নমানের প্রসাধনীতে ছেয়ে গেছে ঈশ্বরদী বাজার। ঈশ্বরদীর অভিজাত মার্কেটগুলোয় চকচকে মোড়কের আড়ালে বিক্রি হচ্ছে এ সব মানহীন পণ্য। দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের এসব পণ্যের ভিড়ে প্রতারিত হচ্ছে ক্রেতারা। তবে বাজারে ভেজাল প্রসাধনীর প্রবেশরোধে কোন তৎপরতা দেখাচ্ছে না মাননিয়ন্ত্রণকারী সংস্থা। জানা গেছে, এ সব বিষয়ে সব জেনেও সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। ফরমালিনমুক্ত মাছের হাট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মিরকাদিম মাছের হাট ফরমালিন মুক্ত। মুন্সীগঞ্জ সদর উপজেলার মাছের আড়তে বিভিন্ন জেলা থেকে লাখ লাখ টাকার মাছের পসরা বসে। হরেক রকমের মাছ বিক্রি হচ্ছে এখানে। প্রতিদিন প্রাত্যুষে প্রায় ২ ঘণ্টার এই হাটে টনে টনে মাছ বিক্রি হচ্ছে। ধলেশ্বরী তীরের পাইকারি এই হাট থেকেই মাছ ছড়িয়ে পড়ছে আশপাশের হাটবাজারগুলোতে। মঙ্গলবার জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল জানান, মাছের হাটটি ফরমালিনমুক্ত রাখতে মাঝে মধ্যেই মোবাইল কোর্ট বসে। ফেনীর চার ইউনিয়নে বিদ্যুত সংযোগ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ১৪ গ্রামে ৪শ’ ৬৭ পরিবারের মাঝে বিদ্যুতায়ন করা হয়েছে। এ উপলক্ষে পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়ন উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম। ফেনী পল্লী বিদ্যুত সমিতির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির জেনারেল ম্যনেজার মোঃ মিজানুর রহমান, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ফেনী পল্লী বিদ্যুত সমিতি পরিচালক ইসমাইল হোসেন লিটন, জেলা কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিন ছ্্ুট্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়নাল হাজারী কলেজের প্রভাষক গণেশ ভৌমিক, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, কাশিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ বাবুল, খুরশিদ আলম মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।
×