ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইফতার সামনে রেখে খালেদা গিবত করছেন ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০৮, ৮ জুলাই ২০১৫

ইফতার সামনে  রেখে খালেদা  গিবত করছেন ॥  নাসিম

সংসদ রিপোর্টার ॥ অহেতুক সমালোচনায় মাঠ গরম করলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সমালোচনা করা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে। কিন্তু অহেতুক সমালোচনার নামে মাঠ গরম করা চলবে না, এটা সহ্য করা হবে না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে মোহাম্মদ নাসিম এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘বিএনপি-জামায়াতের অশুভ আঁতাত : গণতান্ত্রিক বিকাশের প্রধান অন্তরায়’ শীর্ষক এ গোল টেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদৎ হোসেন, ন্যাপ নেতা ইনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, বিএনপিকে নসিহত করে লাভ নেই। তারা জামায়াতকে ছাড়তে পারবে না। খালেদা জিয়া প্রতিদিন ইফতার মাহফিলে গিবত করে চলেছেন। গিবত করে ইফতার করছেন! এটা কোন্ ধর্মে আছে? আমাদের ধর্মে আছে ইফতার মুখের সামনে রেখে গিবত করতে হয় না। অথচ গিবত না করে খালেদা জিয়া ইফতার করছেন না। এটা কোন ধর্মই সমর্থন করে না। তিনি বলেন, খালেদা জিয়া বলছেন, তার দলের ৫০ হাজার লোক জেলে আছে। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করেছি, এখন জেলের ধারণক্ষমতা কত? উনি জানিয়েছেন, বর্তমানে কারাগারে ধারণক্ষমতা ৩৩ হাজার। তবে ৫০ হাজার বিএনপি লোক থাকে কীভাবে? তিনি বলেন, আসলে বিএনপি নেত্রী হতাশা থেকে এত কথা বলে যাচ্ছেন। এতে তার নেতৃত্বের দেউলিয়াপনা প্রকাশিত হয়েছে। আগামীতে যাতে আর একটি ১৫ আগস্টের মতো ঘটনা না ঘটে সেজন্য দলীয় নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে আগামী জাতীয় নির্বাচন হবে। বিএনপি নেত্রীকে বলব, ও্ই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিন, সবাই অংশগ্রহণ করুন। আপনার দল গোছান।
×