ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বের সবচেয়ে বয়সী পুুরুষের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৭, ৮ জুলাই ২০১৫

বিশ্বের সবচেয়ে বয়সী পুুরুষের মৃত্যু

বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ ব্যক্তি জাপানের সাকারি মোমোই ১১২ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার এ খবর জানিয়েছে জাপানী গণমাধ্যমগুলো। খবর এএফপির। ২০১৪-র অগাস্টে মোমোইকে বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ বলে ঘোষণা করেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ওই সময় আরও দুই বছর বেশি বেঁচে থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তার এ ইচ্ছা পূরণ হওয়ার আগেই চিরবিদায় নিলেন তিনি। পেশায় সাবেক শিক্ষক মোমোই ক্যালিগ্রাফি প্র্যাকটিস করে ও যে হাসপাতালে বাস করতেন সেখানকার বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে সময় কাটাতেন। নিজের দীর্ঘজীবনের জন্য তিনি স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পর্যাপ্ত ঘুমানোকে কৃতিত্ব দিয়েছিলেন। চার বছর আগে জাপানের ফুকুশিমার যে এলাকায় সুনামি আঘাত হেনেছিল ও নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছিল, সেখানেই ১৯০৩ সালের ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন মোমোই। ওই বছরটিতেই শিশুদের জনপ্রিয় খেলনা টেডি বিয়ার বাজারে এসেছিল এবং অর্ভিল রাইট প্রথমবারের মতো বিমান উড়িয়েছিলেন। জঙ্গী প্রশিক্ষণ দিতে ১১১ ইরাকী শিশুকে অপহরণ করেছে আইএস ইরাকের উত্তরাঞ্চলের মসুল শহরের বিভিন্ন জেলা থেকে ১১১ জন স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে আইএস জঙ্গীরা। সন্ত্রাসী কর্মকা-ে ব্যবহারের জন্য এদের অপহরণ করা হয়েছে বলে মঙ্গলবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। এসব অপহৃত স্কুল শিক্ষার্থীর বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে এবং এ সব শিশুকে মগজ ধোলাইয়ের জন্য আইএসের শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে বলে ইরাকি কুর্দিস্থান ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র সাইদ মামুজিনি এক আরবী নিউজ চ্যানেলকে জানিয়েছেন।
×