ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিটকে গেলেন করণ শর্মা

প্রকাশিত: ০৭:৪০, ৭ জুলাই ২০১৫

ছিটকে গেলেন করণ শর্মা

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ে সফরে খেলা মাঠে গড়ানোর তিনদিন আগে দল থেকে ছিটকে গেলেন করণ শর্মা। বাঁ হাতের আঙ্গুলে চিড় ধরায় বাদ পড়তে হলো ভারতের সম্ভাবনাময় লেগস্পিনারকে। তার পরিবর্তে অবশ্য নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। সুতরাং পনেরো জনের দল চৌদ্দ জনে নেমে এলো। শুক্রবার হারারেতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু তিন ম্যাচের সিরিজ। এরপর রয়েছে দুটি টি২০। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ একাধিক সিনিয়র বিশ্রামে থাকায় সফরে সাবেক চ্যাম্পিনদের নেতৃত্বে থাকছেন অজিঙ্কা রাহানে। ভারতের হয়ে এক টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন করণ। উত্তর প্রদেশের এই ২৭ বছর বয়সী ক্রিকেটার গত বছর নবেম্বরে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। দুই ম্যাচে ১৯ ওভারে ১২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বর্তমান দলে হরভজন সিং ও অক্ষর প্যাটেলের মতো স্পিনার থাকায় বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না নির্বাচকরা। তিন ওয়ানডে ও দুই টি২০ খেলতে রাহানেদের আজই হারারে পৌঁছানোর কথা। ১০, ১২ ও ১৪ জুলাই ওয়ানডে এবং টি২০ হবে ১৭ ও ১৯ তারিখ। সংশোধিত ভারত দল ॥ রাহানে (অধিনায়ক), বিজয়, রাডুয়ুু, তিওয়ারি, কেদার যাদব, উথাপ্পা, পান্ডে, হরভজন, অক্ষর, কুলকার্নি, বিনি, ভুবনেশ্বর, মোহিত ও সন্দীপ শর্মা।
×