ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনালী আঁশের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৫:৪৭, ৬ জুলাই ২০১৫

সোনালী আঁশের মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। যা আগের বছরের তুলনায় শতভাগ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৩ পয়সা। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি, ১৫- মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে জানা গেছে, হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ৭ লাখ ১০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৩ লাখ ৫০ হাজার টাকা। উল্লেখ্য, গত ৯ মাসে (জুলাই,১৪-মার্চ,১৫) কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ১৭ লাখ ৭০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা করেছিল ১৫ লাখ ৪০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ৫৭ পয়সা।
×