ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রণবকে নিয়ে মর্যাদাহানিকর টুইট ॥ ললিত মোদির বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০৫:২৯, ৬ জুলাই ২০১৫

প্রণবকে নিয়ে   মর্যাদাহানিকর  টুইট ॥ ললিত মোদির বিরুদ্ধে  অভিযোগ

জনকন্ঠ ডেস্ক ॥ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং তাঁর সচিব অমিত পালের বিরুদ্ধে ‘মর্যাদাহানিকর’ টুইট করায় সাবেক আইপিএল কমিশনার ললিত মোদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লী পুলিশের কাছে রাষ্ট্রপতি ভবন এ অভিযোগ দায়ের করেছে। খবর দ্য হিন্দুর। দিল্লী পুলিশ কমিশনারের কাছে দায়ের করা ৮০ পৃষ্ঠার অভিযোগে টুইটের স্ক্রিনশট সংযুক্ত করে দেয়া হয়েছে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এখন ললিতের বিরুদ্ধে একটি অর্থপাচার মামলা তদন্ত করে দেখছে। টুইটে দেখান হয়েছে প্রণব অর্থমন্ত্রী থাকাকালে তার কাছ থেকে রাষ্ট্রপতির বর্তমান সচিব ও ব্যবসায়ী বিবেক নাগপাল অনুচিতভাবে সুবিধা নিয়েছেন। ললিত অভিযোগ করেছেন, প্রণব একজন কলঙ্কিত অর্থমন্ত্রী ছিলেন। এর মধ্য দিয়ে প্রণবের বিরুদ্ধে তদন্ত চালাতে ললিত ইডির ওপর চাপ সৃষ্টি করলেন। দিল্লী পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযোগ পুলিশের আর্থিক অপরাধ বিভাগের কাছে পাঠান হয়েছে। রাষ্ট্রপতি ও তার দফতরকে বিতর্কিত করার লক্ষ্য নিয়ে টুইট করা হয়েছে কী না এ বিষয়ে আইনী পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
×