ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় অপহৃত কলেজছাত্র সিরাজগঞ্জে উদ্ধার ॥ আটক চার

প্রকাশিত: ০৫:১১, ৬ জুলাই ২০১৫

পাবনায় অপহৃত কলেজছাত্র সিরাজগঞ্জে উদ্ধার ॥  আটক চার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পাবনা জেলার দাশুড়িয়া থেকে অপহরণকৃত পাবনা এডওয়ার্ড কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র আসাদুল আলমকে অপহরণের লক্ষ্য ছিল মুক্তি পণ আদায়। মধ্য বিত্ত এই পরিবারের সন্তানকে অপহরণ করা হলে হৈচৈ কম হবে ভাবলেও অপহরণকারীরা পুলিশের হাত থেকে রেহাই পায়নি। অপহরণের ৮ ঘন্টার মাথায় পুলিশ অপহরণ কারীকে আটক করে। উদ্ধার করা হয় অপহৃতকে। রবিবার পুলিশের কাছে দেয়া জবানবন্দীতে অপহরণকারীরা জানায়-তাদের মুল টার্গেট ছিল মুক্তিপণ আদায়। অপহরণকারীরা চাকরীর প্রলোভন দিয়ে একাধিকবার ফাঁদ পাতে। কিন্তু মধ্য বিত্ত পরিবারের আসাদুল তাদের ফাঁদে পা দেয়নি। অবশেষে বিদেশে লোক পাঠানোর প্রশিক্ষক হিসেবে তাকে নিয়োগ দেবার নাম করে উল্লাপাড়ায় ডেকে এনে অপহরণ করে। শনিবার রাত সাড়ে আটটায় সিরাজগঞ্জ- হাটিকুমরুল সড়কের কুঠিরচর বেইলি ব্রীজের কাছে পুলিশ অপহরণকারীদের পথ রোধ করে অস্ত্র হাত বোমা গুলিসহ চার অপহরণকারীকে আটক করে। উদ্ধার অভিযানে পুলিশ ও অপহরণকারীদের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধসহ চার অপহরনকারীকে আটক করেছে। আটককৃতরা হলো, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর স্কুল পাড়ার বিশু সরকারের ছেলে অটোরিকসা চালক নজরুল ইসলাম, একই উপজেলার বাঙ্গালা ইউনিয়নের সিমলা গ্রামের ইসমাইল ফকিরের ছেলে ফরিদুল ইসলাম, রহিমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ও রামকান্তপুর নদীরপাড়ের আহম্মেদ আলী মন্ডলের ছেলে শফিকুল মন্ডল।
×