ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই স্কুল বন্ধু, একজন বিচারক অপরজন আসামি

প্রকাশিত: ০৫:০৫, ৬ জুলাই ২০১৫

দুই স্কুল বন্ধু, একজন বিচারক অপরজন  আসামি

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আদালতের একটি শুনানির সময় এককালের স্কুলপড়ুয়া দুই বন্ধুর মধ্যে অল্প সময়ের জন্য দেখা হলো। তবে তাদের একজন আদালতের বিচারকের আসনে ছিলেন আর অপরজন আসামির কাঠগড়ায়। খবর বিবিসির। আসামির কাঠগড়ায় দাঁড়ানো আর্থার বুথ বিচারকের আসনে তার নারী সহপাঠি বন্ধুকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। অবৈধ অনুপ্রবেশের দায়ে বুথকে গ্রেফতার করে আদালতে হাজির করেছিল পুলিশ। বিচারক মিন্দি গ্লাজারও তার পুরনো সহপাঠী বন্ধুকে চিনতে পারেন। তিনি বলেন, তোমাকে এখানে দেখে আমি দুঃখিত। আমি সবসময়ই ভাবি তুমি কোথায় আছ? দুই বন্ধুর সংক্ষিপ্ত কথোপকথন শেষে বিচারক গ্লাজার ৪৩ হাজার ডলার মুচলেকায় বুথকে জামিন দেন।
×