ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৯ পনির কারখানা পরিদর্শন করলেন ফিদেল ক্যাস্ট্রো

প্রকাশিত: ০৫:০৫, ৬ জুলাই ২০১৫

১৯ পনির কারখানা পরিদর্শন করলেন ফিদেল ক্যাস্ট্রো

কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো পনির কারখানা পরিদর্শন করেছেন। কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, রাজধানী হাভানার নিজ বাসভবনের বাইরে ১৯টি পনির কারখানা পরিদর্শন করেন ৮৮ বছর বয়সী ক্যাস্ট্রো। খবর ওয়েবসাইটের। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তিন দিন পর শুক্রবার হঠাৎ করেই পনির কারখানা পরিদর্শন করেন তিনি। ৫৪ বছর পর কিউবা-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এদিকে, গত তিন মাসের মধ্যে এভাবেই প্রথম জনসমক্ষে এলেন ফিদেল ক্যাস্ট্রো। ভেনিজুয়েলার একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করার জন্য গত এপ্রিলে সর্বশেষ জনসমক্ষে এসেছিলেন তিনি। সে বারে ১৪ মাস পরে তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। এর আগে কিউবার একটি বেতারকেন্দ্রের উদ্বোধনের জন্য ২০১৪ সালের জানুয়ারি মাসে জনসমক্ষে এসেছিলেন ক্যাস্ট্রো। স্বাস্থ্যগত কারণে ক্যাস্ট্রো ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর ২০০৬ সালে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাঁর ভাই রাউল ক্যাস্ট্রো।
×