ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গুয়াতেমালার প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৩, ৬ জুলাই ২০১৫

গুয়াতেমালার প্রেসিডেন্টের  পদত্যাগ দাবিতে  বিক্ষোভ

গুয়াতেমালার দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শনিবার রাতে রাজধানী গুয়াতেমালা সিটির শহরতলীতে প্রায় পাঁচ হাজার লোক বিক্ষোভ করেছে। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ওটো পেরেজের দায়মুক্তির আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির এক আদালত। খবর এএফপির। গুয়াতেমালার সাংবিধানিক আদালত মঙ্গলবার পেরেজের দায়মুক্তির আবেদন খারিজ করে দিয়েছে। আদালতে দাখিল করা দায়মুক্তির আবেদনে প্রেসিডেন্ট তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের প্রাক-বিচারিক তদন্ত আইনগতভাবে বাদ দেয়ার আহ্বানও জানান। কংগ্রেস কমিটি শুক্রবার প্রেসিডেন্টের দায়মুক্তি সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ এবং তদন্তকাজ এগিয়ে নেয়ার অনুমতি দিয়েছে। বিক্ষোভকারীরা ‘চলে যান ওটো পেরেজ’, ‘আর দুর্নীতি নয়’ সেøাগান দিয়ে শহরের সুপ্রীমকোর্ট এলাকা থেকে ন্যাশনাল প্যালেস পর্যন্ত যায়। তারা সে সময় মোমবাতি, মশাল ও ‘পেরেজ সরকারের সঙ্গে দুর্নীতি ও দমনপীড়ন বাড়ে’ ব্যানার বহন করে। বিক্ষোভে অংশ নেয়া সাবেক অর্থমন্ত্রী জুয়ান আলবার্তো ফুয়েন্তেস বলেছেন, প্রেসিডেন্টের পদত্যাগই হলো মূল পয়েন্ট এবং তিনি পদত্যাগ করলে পরিস্থিতির উন্নতি ঘটবে। এতে সব সমস্যার সমাধান হবে না। তবে অগ্রগতির পথে এগোবে।
×