ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিউনিসিয়ায় জরুরী অবস্থা জারি

প্রকাশিত: ০৭:৫৬, ৫ জুলাই ২০১৫

তিউনিসিয়ায় জরুরী অবস্থা জারি

জনকণ্ঠ ডেস্ক ॥ তিউনিসিয়ায় শনিবার জরুরী অবস্থা জারি করা হয়েছে। দেশটির পর্যটন শহর সুসার সমুদ্রসৈকতে এক বন্দুকধারীর গুলিতে ৩৮ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর এই পদক্ষেপ নেয়া হলো। শনিবার রাতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বাজি সাইদ আসসুব্সি জাতির উদ্দেশে ভাষণ দেন। খবর বিবিসি ও টেলিগ্রাফ অনলাইনের। গত মাসের ২৬ তারিখের ওই হত্যাকা-ের পর সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়। নিহত বেশিরভাগই ছিল ব্রিটিশ। ঘটনার এক সপ্তাহ পর কেন জরুরী অবস্থা জারি করা হলো, নতুন কোন নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে কিনা তা জানা যায়নি। সুসার রিসোর্ট সেন্টারে প্রায় দেড় হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে উঠেছে। পরে পুলিশের গুলিতে নিহত বন্দুকধারীর পরিচয় পাওয়া যায়। লিবিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত ওই বন্দুকধারীর নাম সাইফুদ্দিন রিজগি।
×