ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলাম ও নৈতিক শিক্ষা

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২৫, ৪ জুলাই ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. সহজ সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে কী বলে? ক) আখলাকে যামীমাহ খ) নিন্দনীয় চরিত্র গ) আখলাকে হামীদাহ ঘ) আখলাক ২. ইসলামি জীবন দর্শনে সব সদ্গুনের মূল কী? ক) তাওহিদ খ) তাকওয়া গ) আমানত ঘ) আকাইদ ৩. সম্পূণরূূপে পবিত্র হতে কী ব্যবহার করতে হয়? ক) ঢিলা কুলুখ খ) টিস্যু গ) পাথর ঘ) পানি ৪. ইসলামের প্রথম দিকে অনারব মুসলমানগণ কুরআন পাঠে অসুবিধার সম্মুখীন হতেন কেন? ক) যবরের অভাবে খ) নুকতার অভাবে গ) হরকাতের অভাবে ঘ) তাজবিহের অভাবে ৫. কোনটি ঢালস্বরুপ? ক) সাওম খ) সালাত গ) হজ ঘ) যাকাত ৬. কুরআন নাযিলের সূচনা পর্বের বিষয়বস্তু কী ছিল? ক) জান্নাত খ) জাহান্নাম গ) জ্ঞান ঘ) অর্থ ৭. আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের প্রধান বৈশিষ্ট্য কী? ক) এক ও অদ্বিতীয় খ) অদৃশ্যমান গ) প্রশংসার অধিকারী ঘ) গুণের আধার ৮. সনদের দিক থেকে হাদিস কয় প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ৯. ‘প্রত্যেক নিজ নিজ কর্মের জন্য দায়ী’-কথাটি কোন সূরার অন্তর্গত? ক) আল-বাকারা খ) আল-মাউন গ) আল-আন আম ঘ) আত-তীন ১০. মুমিনের জন্য হারাম থেকে বেঁচে থাকা কী? ক) আবশ্যক খ) ভালো গ) তেমন গুরুত্বপূর্ণ নয় ঘ) অপ্রয়োজনীয় ১১. কুরআনের প্রামাণ্য সংস্করণ তৈরি করার জন্য হযরত উসমান (রা) কাদের সাথে পরামর্শ করেন? ক) সকল সাহাবি খ) নেতৃস্থানীয় সাহাবি গ) কুরাইশ সাহাবি ঘ) সকল জনগণ ১২. ইমান মানুষকে পরিচালিত করে- র. সত্যের পথে রর. সুন্দর পথে ররর. ন্যায়ের পথে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৩. কার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো? ক) হযরত উমর (রা) এ খ) ইমাম বুখারি (রা) এর গ) হযরত খালিদ বিন ওয়ালিদ (রা) এর ঘ) হযরত আলী (রা) এর ১৪. হযরত উসমান (রা) এর চাচার নাম কী? ক) হিকমত খ) হাকিম গ) আবু হাকাম ঘ) হাকাম ১৫. প্রকৃত স্বদেশপ্রেম প্রমাণিত হয়, দেশের প্রতি- ক) কর্তব্য পালনের মাধ্যমে খ) কবিতা লেখার মাধ্যমে গ) বক্তৃতা করার মাধ্যমেঘ) সংস্কৃতি চর্চার মাধ্যমে ১৬. পরকালের প্রবেশদ্বার কোনটি? ক) জীবন খ) মৃত্যু গ) কবর ঘ) হাশর ১৭. পণ্য উৎপাদনে কী অপরিহার্য? ক) মেধা ও শ্রম খ) মূলধন ও মেধা গ) মূলধন ও শ্রম ঘ) মূলধন ও শ্রমিক ১৮. ইসলামের শেষ প্রচারক কে? ক) হযরত আদম (আ) খ) হযরত ইবরাহিম (আ) গ) হযরত মুহাম্মদ (স) ঘ) হযরত ইসমাইল (আ) ১৯. ইসলামি পরিভাষায় রিসালাত কী? ক) রাসুলের দায়িত্ব বা পদ খ) নবির দায়িত্ব বা পদ গ) শুভ কর্মের দায়িত্ব বহন করা ঘ) আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো ২০. যে হাদিসে কোনো তাবেয়ীর বাণী, কাজ ও মৌন সম্মতি বর্নিত হয়েছে তাকে বলা হয়- ক) হাদিসে কুদসি খ) মাকতু হাদিস গ) মাওকুফ হাদিস ঘ) হাদিসে তাকরিরি ২১. ইলম প্রধানত কয় প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ২২. জুননুন মিসরির নাম কী? ক) ছাওবান খ) আক্কান গ) আহমাদ ঘ) আফজাল ২৩. শিক্ষার্থীর বৈশিষ্ট্য কোনটি? ক) পিতামাতার আদেশ সোনা খ) বন্ধুদের সাথে সদাচরণ করা গ) শিক্ষকদের আদেশ-নিষেধ মেনে চলা ঘ) আত্মীয়স্বজনের আদেশ-নিষেধ মেনে চলা ২৪. মুসলিম হিসেবে জীবনযাপন করতে হলে আমাদের- র. ইসলাম বিষয়ক জ্ঞানার্জন করতে হবে রর. নিয়মিত বই পড়তে হবে ররর. ইসলামী শিক্ষা বিষয়ক বই পড়তে হবে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর
×