ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:২৫, ৪ জুলাই ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয় : দৈনন্দিন বিজ্ঞান ১০. সবচেয়ে শক্তিশালী বোমা কোনটি? ক) হাইড্রোজেন বোমা খ) পারমাণবিক বোমা গ) নাপাম বোমা ঘ) কোনটিই নয়। ১১. টলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়Ñ ক) শব্দ শক্তি খ) আলোক শক্তি গ) তড়িৎ শক্তি ঘ) চৌম্বক শক্তি ১২.এক গুচ্ছ নক্ষত্রকে কি বলা হয়? ক) সৌরজগত খ) ছায়াপথ গ) আকাশ গঙ্গা ঘ) লুব্ধক ১৩.কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইট =কত বাইট? ক) ১০০০১০০০ খ) ১০২৪১০২৪ গ) ১০৩২১০৩২ ঘ) ১০০১০০ ১৪. বশিুদ্ধ পানি বিদ্যুৎ ক) কুপরিবাহী খ) সুপরিবাহী গ) অতিপরিবাহী ঘ) কোনটিই নয় ১৫. দুটি আইসোটপের সমান নয়। ক) পারমাণবিক সংখ্যা খ) ভর সংখ্যা গ) ইলেকট্রন সংখ্যা ঘ) রাসায়নিক ধর্ম ১৬.গাড়ির টায়ার প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? ক) প্লাস্টিক খ) পলিথিন গ) রেয়ন ঘ) সেলুলেজ ১৭. কার্বনডাই অক্সাইড গ্যাস কত তাপমাত্রায় কঠিন পদার্থে পরিণত হয়? ক) -৭০০সে. খ) -৭৫০সে. গ) -১০০০সে. ঘ) -৭৮০সে. ১৮. অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে ক) তরল অ্যামোনিয়া খ) তরল অক্সিজেন গ) তরল কার্বন-ডাই অক্সাউড ঘ) কোনটি নয় ১৯. মিয়োসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যারÑ ক) দ্বিগুণ খ) সমান গ) অর্ধেক ঘ) চারগুণ ২০.সালোক সংশ্লেষণের জন্য অত্যানুকূল তাপমাত্রাÑ ক) ১৮০-২০০ সেলসিয়াস খ) ২২০-৩৫০ সেলসিয়াস গ) ২৫০-৩০০ সেলসিয়াস ঘ) ৩৫০-৪৫০ সেলসিয়াস ২১. নিচের কোনটি উদ্ভিদের মুখ্য খাদ্য উপাদান? ক) ম্যাংগানিজ খ) দস্তা গ) বোরন ঘ) গন্ধক ২২. ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? ক) পরিফেরা খ) প্লাটিহেল মিনথিস গ) এ্যানিলেজ ঘ) মলাস্কা ২৩.মানব দেহে খনিজ লবণের পরিমাণ মোট ওজনেরÑ ক) ১৫% খ) ১৪% গ) ১০% ঘ) ৪% ২৪. ইনসুলিন প্রথম আবিষ্কৃত হয় ক) জার্মানিতে খ) কানাডায় গ) আমেরিকায় ঘ) ফ্রান্সে ২৫. কুষ্ঠরোগ একটিÑ ক) ব্যাকটেরিয়াজনিত রোগ খ) ভিটামিনের অভাবজনিত রোগ গ) ভাইরাসজনিত রোগ ঘ) হরমোনের অভাব জনিত রোগ উত্তর: ১.খ ২.ক ৩.ঘ ৪.গ ৫.ক ৬.গ ৭.গ ৮.ক ৯.খ ১০.ক ১১.গ ১২.খ ১২.খ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.খ ২১.ঘ ২২.খ ২৩.ঘ ২৪.ক ২৫.ক
×