ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুর রামগঞ্জ পৌরসভার ত্রিশ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৭:১৩, ৪ জুলাই ২০১৫

লক্ষ্মীপুর রামগঞ্জ পৌরসভার  ত্রিশ কোটি টাকার  বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর রামগঞ্জ পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের ত্রিশ কোটি ২৬ লাখ ২৬ হাজার ১৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ পৌর মেয়র বেলাল আহমেদ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন। উক্ত বাজেটে সম্ভাাব্য ব্যয় ধরা হয়েছে, ২৯ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকা। এতে স্থিতি ধরা হয়েছে, ৪৩ লাখ ৬১ হাজার ১৬১ টাকা। বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি। পৌর মেয়রকে সহযোগিতা করেন সচিব জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী মোতাহার হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, পৌর কাউন্সিলরগণ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও পৌর কর্মকর্মচারীগণ।
×