ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁর নজিপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৭:১৩, ৪ জুলাই ২০১৫

নওগাঁর নজিপুর পৌরসভার  বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বৃহস্পতিবার নওগাঁর পতœীতলা উপজেলার নজিপুর পৌরসভার ২০১৫/১৬ অর্থবছরের ১৬ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন। নজিপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণাকালে পৌরসভার রাস্তার উন্নয়ন, ড্রেন-কালভার্ট নির্মাণ, পয়ঃনিষ্কাশন, শহর আলোকিতকরণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, পৌরভবন নির্মাণ, স্যানিটেশন, স্বাস্থ্য শিক্ষা, পানি সরবরাহ, জন্ম নিবন্ধনসহ জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে পৌরবাসীর জন্য একটি পার্ক নির্মাণ ও সর্বোপরি আধুনিক ডিজিটাল পৌরসভা নির্মাণের আশা ব্যক্ত করা হয়। পৌর মেয়র আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, পৌরসভার প্রকৌশলী ফজলুর রহমান, কাউন্সিলর মিল্টন উদ্দীন, গৌতম কুমার দে, আবু সুফিয়ান, যুগল চন্দ্র, সুদর্শন সাহা ও আপেল মাহমুদ। এ সময় স্থানীয় সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
×