ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাউস অব কমন্সে রুনা লায়লার সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৩২, ৪ জুলাই ২০১৫

হাউস অব কমন্সে রুনা লায়লার সংবর্ধনা

সংস্কৃতি ডেস্ক ॥ গানে গানে ৫০ বছর পূর্তির অনন্য গৌরব ও উপমহাদেশের সঙ্গীতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে সংবর্ধনা পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী বাংলাদেশের গর্ব রুনা লায়লা। গত ১ জুলাই শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন সংসদ সদস্য সীমা মালহোত্রা ও হাউস অব লর্ডসের সংসদ সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত পলা মঞ্জিলা। ‘মডার্ন ব্রিটিশ কালচার’ শীর্ষক এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী রুবাইয়াত জাহান এবং পাকিস্তানী বংশোদ্ভূত শিল্পী রাজা কাশেফের দ্বৈতকণ্ঠে গাওয়া দুটি গানের প্রকাশনার উদ্বোধন করেন রুনা লায়লা। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, জীবনে অনেক সম্মাননাই তিনি পেয়েছেন। তবে এই অনুষ্ঠানে পাওয়া ক্রেস্টটি তার সম্মাননার সংগ্রহে অন্যরকম বৈচিত্র্য আনবে।
×