ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যাত্রাশিল্পের জাতীয় সম্মিলনী কাল

প্রকাশিত: ০৬:৩২, ৪ জুলাই ২০১৫

যাত্রাশিল্পের জাতীয়  সম্মিলনী কাল

সংস্কৃতি ডেস্ক ॥ ‘যাত্রাশিল্পের জন্যে চাই এক নির্মল সকাল’ সেøাগানে আগামীকাল রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে যাত্রামালিক-শিল্পী-সংগঠকদের জাতীয় সম্মিলনীর আয়োজন করা হয়েছে। যাত্রাশিল্পের বিভিন্ন সমস্যা-সঙ্কট নিরসন এবং এই শিল্পকে জাতীয় পার্যায়ে উত্তরণের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, এতে প্রধান অতিথি হিসেবে সম্মিলনী উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন এসএম মহসিন, সাংবাদিক এস এম ইকবাল রুমি। এতে সভাপতিত্ব করবেন বিশিষ্ট যাত্রাব্যক্তিত্ব সুলতান সেলিম। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সর্বস্তরের যাত্রাদলের মালিক, শিল্পী, সংগঠক ও শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে জাতীয় এ সম্মিলনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আয়োজনের দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠন শেষে রয়েছে ইফতার মাহফিল। জাতীয় এ সম্মিলনী প্রসঙ্গে আয়োজনের মূল উদ্যোক্তা বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দে বলেন, বাঙালীর হাজার বছরের গৌরবোজ্জ্বল সংস্কৃতির ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে পরিচ্ছন্ন ও সুস্থধারায় প্রবাহিত করাই আমাদের মূল লক্ষ্য। সেই অনবদ্য প্রয়াসে আগামী দিনে যাত্রাশিল্প থেকে অশ্লীলতা রোধে এবং পরিচ্ছন্ন যাত্রাশিল্পচর্চার নিমিত্তে এই আয়োজন। তিনি এই সম্মিলনী থেকে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
×