ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডুবোচরের কারণে বন্ধ হয়ে যেতে পারে নৌ-রুট

শিমুলিয়া-কাওড়াকান্দি

প্রকাশিত: ০৬:১১, ৪ জুলাই ২০১৫

শিমুলিয়া-কাওড়াকান্দি

মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের লৌহজং টানিংয়ের চ্যানেলের মুখে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির ডুবোচর। উজান থেকে পানির সঙ্গে ধেয়ে আসা পলিমাটি ও বালু জমে প্রায় ৫শ’ ফুট এলাকা জুড়ে এ ডুবোচরের সৃষ্টি হয়েছে। আসন্ন ঈদে এ ডুবোচর আরও বড় হয়ে চ্যানেলের মুখ বন্ধ হয়ে যেতে পারে। ফলে ঈদে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের ভাগ্যে দুর্ভোগের সীমা ব্যাপক আকার ধারণ করতে পারে। বিআইডব্লিউটিসির মেরিন অফিসার একেএম শাহজাহান জানন, প্রতিদিনই বড় হচ্ছে ডুবোচর। চরটির উপরে এখন ৭/৮ ফুট পানি রয়েছে। ডুবোচরের কারণে ফেরিগুলো এখন সরাসরি চ্যানেলে প্রবেশ করতে পারছে না। ফেরিগুলো এখন ডুবোচরের নিচের দিকে গিয়ে তার পর ধীরে ধীরে চ্যানেলে প্রবেশ করছে। কিন্তু একই সময়ে বিপরীতমুখী দু’টি ফেরি চ্যানেল অতিক্রম করতে দেখা দিচ্ছে বিপত্তি। ডুবো চরের ওই অংশে একটি ফেরিকে নদীতে ভাসমান অবস্থায় অপেক্ষা করতে হয় আন্য ফেরি অতিক্রমের জন্য। কারণ একই সঙ্গে ওই স্থান দিয়ে দু’টি ফেরি প্রবেশ করা সম্ভব নয়।
×