ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে ১৩ বছরেও সম্পন্ন হয়নি ভূমি জরিপ

প্রকাশিত: ০৬:১০, ৪ জুলাই ২০১৫

সিলেটে ১৩ বছরেও সম্পন্ন হয়নি  ভূমি জরিপ

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ ১৩ বছরেও সম্পন্ন হয়নি সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলার ভূমি জরিপ কার্যক্রম। একদিকে নানান অনিয়ম ও দুর্নীতির কারণে জরিপ চলাকালে সৃষ্ট জটিলতা অপরদিকে বিশেষ অনুমতি আপীল (৩১ধারা) গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকায় ভূমি মালিকরা মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন। দীর্ঘ দিন জরিপ কাজ ঝুলে থাকায় নতুন সমস্যারও সৃষ্টি হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় ২০০৩/০৪ সালে জরিপ কাজ শুরু হয়। পর্যায় ক্রমে ২০০৬সালে এসে মাঠ জরিপ ও তসদিক কাজ শেষ হয়। এরপর অজ্ঞাত কারণে জরিপকাজ বন্ধ হয়ে যায়। প্রায় ৭ বছর বন্ধ থাকার পর ১৪/১৫সালে এসে ৩০ ধারা আপত্তি শুনানি শুরু হয়। বর্তমানে ৩০ ধারা শুনানি অব্যাহত রয়েছে। নিয়ম অনুযায়ী ৩০ ধারা চলাকালে যে সকল ভূমির মালিক নানা কারণে জরিপ কাজে অংশ নিতে ব্যর্থ হন তারা বিশেষ অনুমতি নিয়ে আপত্তি দাখিলের সুযোগ পেয়ে থাকেন। কিন্তু বর্তমানে এই প্রক্রিয়া বন্ধ থাকায় আপত্তি দাখিলকারী মালিকরা নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন। গত ৮/৯মাস আগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক এক আদেশে হঠাৎ করে বিশেষ অনুমতি অর্থাৎ পারমিশন মামলার কার্যক্রম বন্ধ করে দেন। যে কারণে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে অনেকেই সময় মতো জারপ কাজে অংশ নিতে পারেনি।
×